|| মাওলানা আব্দুল মজিদ ||
ঈমানদার সংকটে পড়লে মহান আল্লাহকে আঁকড়ে ধরে । কাফের সংকটে পড়লে আল্লাহর নাফরমানীকে মুক্তির মাধ্যম ও নিরাপদ ঠিকানা মনে করে আঁকড়ে ধরে ।
পরীক্ষায় আপনার সফলতার সাথে আল্লাহর সন্তুষ্টি না থাকলে দিনশেষে ফেরাউনের ক্ষমতার মত হবে । ক্ষমতাই তার জন্য লাঞ্ছনার দরজা উন্মুক্ত করেছিল ।
নৈতিকতার উপরে টিকে থাকার কারণে আপনি যদি অকৃতকার্যও হন তবুও আপনার সাথে মহান আল্লাহ তায়ালার সন্তুষ্টি আছে কারণ, আপনি নাম্বার হারালেও আল্লাহকে হারাননি ।
দিন শেষে ইউসুফ আ.-এর মতো গোলাম হিসেবে মিশরে বিক্রি হলেও সেটা মিশরের স্বাধীন মানুষের শাসক হওয়ার পটভূমি তৈরি করেছিল ।
অসহায় শিশু মুসা পানিতে ভেসেও নিরাপদ জায়গায় পৌঁছে গেল, শাসক ফেরাউন তৈরিকৃত রাস্তা পেয়েও পানিতে ডুবে শেষ হয়ে গেল কারণ, একজনের সাথে আল্লাহ ছিল আরেকজনের সাথে আল্লাহ ছিল না ।
আপনি আপনার নৈতিকতা পরিত্যাগ করে সাথে নাম্বারকে রাখতে চান না আল্লাহকে রাখতে চান ?
পাশ-ফেল বড় কথা নয় আল্লাহর সন্তুষ্টিই প্রথম ও প্রধান কথা ।
আপনি কি ফেরাউনের লাঞ্ছনার বিজয় চান না ইউসুফ আঃ-এর ইজ্জতের বিপর্যয় চান ?
আজ সেটা নির্ধারণের দিন আপনার জন্য শুরু হয়ে গেল ।
লেখক: খাদিমুত তলাবা : মিফতাহুল উলুম মধ্যবাড্ডা মাদ্রাসা, ঢাকা । খতিব : লৈহারটেক মিনার মসজিদ, পূর্ব বাড্ডা, ঢাকা ।
এমএম/