বুধবার, ১৯ নভেম্বর ২০২৫ ।। ৪ অগ্রহায়ণ ১৪৩২ ।। ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
ডিসিদের বাদ দিয়ে ইসি থেকে রিটার্নিং কর্মকর্তা নিয়োগের দাবি বিএনপির পাক-আফগান নিজেদের সমস্যা সমাধান করুক, ভারত তা চায় না: খাজা আসিফ হজযাত্রীদের জন্য বিশ্বের প্রথম ‘কুলিং ইহরাম’ আনলো সৌদি আরব ক্রীড়া উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ বিশ্ব শিশু দিবস: শীতকালে শিশুদের স্বাস্থ্য রক্ষা ও সুস্থতা নিশ্চিত করার উপায় গণভোট নিয়ে অধ্যাদেশ জারির পর করণীয় বিষয়ে পদক্ষেপ : সিইসি নোয়াখালীতে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে কাফনের কাপড় পরে বিক্ষোভ  আইন-শৃঙ্খলা পরিস্থিতি জনমনে উদ্বেগ তৈরি করছে: ইসলামী আন্দোলন মিজানুর রহমান আজহারীর প্রার্থিতার ব্যাপারে যা জানালো জামায়াত ইতালি যাওয়ার পথে গুলিতে মাদারীপুরের তিন যুবক নিহত

জামায়াত বা ইসলামী দলের রাজনীতি সমর্থন করি না : জাহেদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রাজনৈতিক বিশ্লেষক জাহেদ উর রহমান বলেছেন, জামায়াতের রাজনীতি বা যেকোনো ইসলামী দলের রাজনীতি আমি সমর্থন করি না। নিজের ইউটিউব চ্যানেলে দেওয়া এক ভিডিওবার্তায় তিনি এই মন্তব্য করেছেন।

জাহেদ বলেন, “জামায়াতে ইসলামী বা ইসলামী ছাত্রশিবির নিয়ে আমি কথা বললে প্রায়ই সমালোচনা, বিরোধিতা এবং গালিগালাজের মুখোমুখি হই। অনেকে জানতে চান আমি কেন তাদের সমর্থন করি না, যদিও তারা অনেক ক্ষেত্রে ভালো কাজ করে।”

তিনি আরও বলেন, “৭১ সালের মুক্তিযুদ্ধের সময়ে জামায়াতে ইসলামী কিছু ভূমিকা পালন করেছে। ধরাই যাক, তারা পাকিস্তানের পক্ষে যায়নি। তবে আজকের রাজনীতি বিবেচনা করলে, আমি জামায়াতের রাজনীতি সমর্থন করতাম না। আসলে আমার জামায়াতের প্রতি কোনো বিদ্বেষ নেই, কিন্তু তাদের রাজনীতি বা যেকোনো ইসলামী দলের রাজনীতি আমি সমর্থন করি না।”

জাহেদ মন্তব্য করেন, “ভালো বলে কেউ যদি আমাকে জোর করে তা মানতে চায়, সেটা ফ্যাসিবাদ। ডাকসু নির্বাচনে ছাত্রশিবিরের জয়ের পর অনেকে আমার ওপর মন্তব্য করেছেন। একটি দল কোনো এক নির্বাচনে জিতলেই সবসময় সঠিক সিদ্ধান্ত নেয় না। গণতন্ত্র বহু সময় ভুল মানুষকে নির্বাচিত করে, এবং বর্তমানে বিশ্বব্যাপী ধারা একই দিকে যাচ্ছে।”

তিনি আরও বলেন, “আমি কোনো ফর্মের আইডেন্টিটি পলিটিক্স সমর্থন করি না। জামায়াতে ইসলামী ধর্মভিত্তিক রাজনীতি করছে, যেখানে ইসলাম ও শরীয়াহ আইন প্রতিষ্ঠা করার কথা বলা হয়। ইসলাম ধর্ম ও ইসলামিজম একই নয়। আইডেন্টিটি ভিত্তি হিসেবে নেওয়ার ফলে নতুন নতুন আইডেন্টিটি উদয় হয়, যা মানুষের মধ্যে সমস্যা সৃষ্টি করে।”

জাহেদ উল্লেখ করেন, “ইসলামী আন্দোলন জামায়াতে ইসলামীকে ইসলামের শত্রু মনে করে। হেফাজতে ইসলামের আমির বলেছেন, জামায়াতের সঙ্গে থাকলে ঈমান থাকবে না। অর্থাৎ, ইসলামের মধ্যেও বিভিন্ন ব্যাখ্যা ও দল-উপদল তৈরি হয়। এই দ্বন্দ্বই মানুষের মধ্যে ক্রমাগত সমস্যা সৃষ্টি করে।”

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ