সেনাবাহিনীর ক্যাপ্টেন ও তদূর্ধ্ব পদমর্যাদার কর্মকর্তাদের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালনের ক্ষমতা আরও ৬০ দিনের জন্য বাড়িয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। রোববার (১৩ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়।
নতুন এ মেয়াদ অনুযায়ী, সেনাবাহিনীর পাশাপাশি কোস্টগার্ড ও বর্ডার গার্ড বাংলাদেশে (বিজিবি) প্রেষণে নিয়োজিত সমপদমর্যাদার কর্মকর্তারাও আগামী দুই মাস পর্যন্ত সারা দেশে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ফৌজদারি কার্যবিধি ১৮৯৮ এর ১২(১) ও ১৭ ধারার অধীনে এই ক্ষমতা প্রদান করা হয়েছে। এ ছাড়া কার্যবিধির ৬৪, ৬৫, ৮৩, ৮৪, ৮৬, ৯৫(২), ১০০, ১০৫, ১০৭, ১০৯, ১১০, ১২৬, ১২৭, ১২৮, ১৩০, ১৩৩ এবং ১৪২ ধারায় প্রযোজ্য ক্ষমতা প্রয়োগ করতে পারবেন এসব কর্মকর্তা।
রাজনৈতিক অস্থিরতা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অন্তর্বর্তীকালীন সরকার গত বছর জুলাই থেকে পর্যায়ক্রমে সেনাবাহিনীর কর্মকর্তাদের এ ক্ষমতা দিয়ে আসছে। মাঠপর্যায়ে চেকপোস্ট, তল্লাশি, জননিরাপত্তা নিশ্চিতে সামরিক বাহিনীর এ ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
সাধারণত সিভিল প্রশাসনের ম্যাজিস্ট্রেটরাই এ ধরণের ক্ষমতা প্রয়োগ করে থাকেন। তবে বিশেষ প্রয়োজনে ও সংকটকালীন সময়ে সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদেরও এই ক্ষমতা অর্পণ করা হয়।
এসএকে/