রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬ ।। ৪ মাঘ ১৪৩২ ।। ২৯ রজব ১৪৪৭


মাওলানা জুবাইর আহমদ আশরাফের ইন্তেকালে আওয়ার ইসলাম সম্পাদকের শোক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বিশিষ্ট লেখক, গবেষক ও মুহাদ্দিস মাওলানা জুবাইর আহমদ আশরাফের ইন্তেকালে গভীর শোক জানিয়েছেন আওয়ার ইসলাম সম্পাদক মুফতি হুমায়ুন আইয়ুব। 

শনিবার (১৭ জানুয়ারি) এক শোকবার্তায় আওয়ার ইসলাম সম্পাদক মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। 

মুফতি হুমায়ুন আইয়ুব বলেন, মাওলানা জুবাইর আহমদ আশরাফ একজন দক্ষ লেখক ও বিদগ্ধ মুহাদ্দিস ছিলেন। তিনি লেখালেখির যে খেদমত আঞ্জাম দিয়ে গেছেন তা দীর্ঘদিন পর্যন্ত পরবর্তী প্রজন্মকে আলোর দিশা দেখাবে। তিনি ছাত্র গড়ার মাধ্যমে সদকায়ে জারিয়ার যে ধারা চালু করে গেছেন এর প্রতিদান ইনশাআল্লাহ কবরে শুয়ে শুয়ে পাবেন। 

মাওলানা জুবাইর আহমদ আশরাফ শনিবার (১৭ জানুয়ারি) বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। রাতে মান্ডায় মারকাজুল উলুম মাদরাসা প্রাঙ্গণে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এতে হাজার হাজার আলেম উলামা ও লেখক সাহিত্যিক অংশ নেন। আজ রোববার বাদ জোহর কুমিল্লা সদর ধনুয়াখলা গ্রামে তাঁকে চিরনিদ্রায় শায়িত করা হবে।

মাওলানা জুবাইর আহমদ আশরাফের ভাগিনা মাওলানা কাওসার জামিল আওয়ার ইসলামকে জানান, বিকেলে বাসায় অসুস্থতা অনুভব করলে তিনি নিজেই স্ত্রীকে নিয়ে ঢাকা মেডিকেলে যান। সেখানে নিজেই জরুরি বিভাগে টিকিট কেটে চিকিৎসককে দেখাতে যান। জরুরি বিভাগেই অজ্ঞান হয়ে পড়ে যান এবং মৃত্যুবরণ করেন। চিকিৎসকরা জানিয়েছেন, তিনি হার্ট অ্যাটাক করেছেন।

মাওলানা জুবাইর আহমদ আশরাফ শীর্ষ আলেম লেখক ও গবেষকদের একজন। তিনি রাজধানীর মুগদায় একটি মাদরাসার শাইখুল হাদিসের দায়িত্বে ছিলেন। বেফাকের বই সম্পাদনা কাজেও যুক্ত ছিলেন। লেখালেখি ও সাহিত্য সাধনায় তাঁর দীর্ঘ ত্যাগ রয়েছে। বাংলা ভাষা বিজ্ঞানী ও পণ্ডিত ড. কাজী দীন মুহাম্মদের সান্নিধ্যে থেকে তিনি বাংলা ভাষা চর্চা করেছেন। বাজারে তাঁর বেশ কয়েকটি বই রয়েছে। তরুণ লেখদের কাছেও তিনি বেশ সমাদৃত ছিলেন।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ