শনিবার, ৩০ আগস্ট ২০২৫ ।। ১৫ ভাদ্র ১৪৩২ ।। ৭ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
ভিপি নূরের উপর হামলায় তীব্র নিন্দা জমিয়তের, বিচার দাবি জ্ঞান ফিরেছে নুরের, চেয়েছেন দোয়া তিন সন্তানসহ শ্যামল-সোনালী দম্পতি ইসলামের ছায়ায় নুরের ওপর হামলার ঘটনায় আইন উপদেষ্টার তীব্র নিন্দা ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ের সাহসী নেতা নুরুল হক নুরের ওপরে হামলা মেনে নেয়া যায় না -ইসলামী আন্দোলন বাংলাদেশ ভিপি নুরের ওপর হামলায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা – বাংলাদেশ খেলাফত মজলিস গণ অধিকার পরিষদের নেতাকর্মীর ওপর হামলার প্রতিবাদে ঝিনাইদহে বিক্ষোভ জাতীয় পার্টি কার্যালয়ের সামনে ফের সংঘর্ষ, নুরসহ আহত বেশ কয়েকজন বাড্ডা থানা জমিয়তের কাউন্সিল অনুষ্ঠিত আমেরিকার ৯০০ স্থানে বিক্ষোভের ডাক

নিবরাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনে শিক্ষক নিয়োগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নিবরাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন পরিচালিত আল-জামিয়াহ আস-সালাফিয়্যাহ, রাজশাহী শাখায় শিক্ষক পদে জরুরি ভিত্তিতে নিয়োগ দেওয়া হচ্ছে। প্রতিষ্ঠানটি সম্প্রতি একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, দুটি পদে একজন করে শিক্ষক নিয়োগ দেওয়া হবে। প্রথম পদটি হলো আরবি শিক্ষক (পুরুষ শাখার জন্য)। এই পদের জন্য প্রার্থীদের আলিম পাস হতে হবে, কোরআন শুদ্ধভাবে তেলাওয়াতের দক্ষতা থাকতে হবে এবং নুরানি প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে। পাশাপাশি ন্যূনতম দুই বছর নুরানি শিক্ষাদানের অভিজ্ঞতা এবং হস্তলিপিতে দক্ষতা থাকা আবশ্যক। হাফেজ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। এই পদের বেতন নির্ধারিত হয়েছে ১২,০০০ থেকে ১৫,০০০ টাকার মধ্যে, যা প্রার্থীর যোগ্যতা অনুযায়ী আলোচনা সাপেক্ষে চূড়ান্ত হবে।

দ্বিতীয় পদটি হলো জেনারেল শিক্ষক (নারী শাখার জন্য)। এ পদের জন্য প্রার্থীদের কমপক্ষে এইচএসসি পাস হতে হবে এবং অংক ও ইংরেজি বিষয়ে পাঠদানের যোগ্যতা থাকতে হবে। প্রি-ক্যাডেট বা কিন্ডারগার্টেন স্তরের শিক্ষাদানের অভিজ্ঞতা থাকলে তা বাড়তি যোগ্যতা হিসেবে গণ্য হবে। এ ক্ষেত্রেও হস্তলিপিতে দক্ষতা প্রয়োজন। উভয় পদেই প্রার্থীদের বয়সসীমা সর্বোচ্চ ২৭ বছর নির্ধারণ করা হয়েছে।

আগ্রহী প্রার্থীদেরকে ১৫ মে ২০২৫, বৃহস্পতিবারের মধ্যে জীবনবৃত্তান্ত, অভিজ্ঞতার সনদ, পরিচয়পত্র, শিক্ষাগত যোগ্যতার সনদের ফটোকপি ও সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজের ছবি ইমেইলের মাধ্যমে পাঠাতে বলা হয়েছে। আবেদন পাঠানোর ঠিকানা: cao.nirf@gmail.com।

যোগাযোগের জন্য প্রতিষ্ঠানটির ঠিকানা: আল-জামিয়াহ আস-সালাফিয়্যাহ, নিউমার্কেট, রাজশাহী। ফোন: ০১৯৩৪-৪৮৩১৩৭

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ