মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫ ।। ১৬ বৈশাখ ১৪৩২ ।। ১ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
নারী নীতিমালা নিয়ে জাতীয় সেমিনারে শীর্ষ আলেম-রাজনীতিকরা ‘মানবিক করিডোর’ প্রতিষ্ঠার আগে জাতীয় ঐকমত্য তৈরি করতে হবে সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ দেখতে চায় বিএনপি : মির্জা ফখরুল ইসলামিক ফাউন্ডেশনের নিয়োগ বিজ্ঞপ্তি স্থগিত প্রতিহিংসা-প্রতিশোধ শান্তি বয়ে আনতে পারে না: আমীরে জামায়াত শিক্ষা-প্রতিষ্ঠানে শাসন সংকট, মনোভাবের বিপর্যয় এবং সতর্কতার আহ্বান নিবরাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনে শিক্ষক নিয়োগ মানুষের আস্থা ফিরিয়ে আনতে পুলিশের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান অধ্যাপক আখতার ফারুক রহ.-এর জীবন-কর্ম আলোচনা সভা অনুষ্ঠিত হেফাজতের মহাসমাবেশ সফলে সাভারে উলামা সম্মেলন অনুষ্ঠিত 

নিবরাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনে শিক্ষক নিয়োগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নিবরাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন পরিচালিত আল-জামিয়াহ আস-সালাফিয়্যাহ, রাজশাহী শাখায় শিক্ষক পদে জরুরি ভিত্তিতে নিয়োগ দেওয়া হচ্ছে। প্রতিষ্ঠানটি সম্প্রতি একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, দুটি পদে একজন করে শিক্ষক নিয়োগ দেওয়া হবে। প্রথম পদটি হলো আরবি শিক্ষক (পুরুষ শাখার জন্য)। এই পদের জন্য প্রার্থীদের আলিম পাস হতে হবে, কোরআন শুদ্ধভাবে তেলাওয়াতের দক্ষতা থাকতে হবে এবং নুরানি প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে। পাশাপাশি ন্যূনতম দুই বছর নুরানি শিক্ষাদানের অভিজ্ঞতা এবং হস্তলিপিতে দক্ষতা থাকা আবশ্যক। হাফেজ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। এই পদের বেতন নির্ধারিত হয়েছে ১২,০০০ থেকে ১৫,০০০ টাকার মধ্যে, যা প্রার্থীর যোগ্যতা অনুযায়ী আলোচনা সাপেক্ষে চূড়ান্ত হবে।

দ্বিতীয় পদটি হলো জেনারেল শিক্ষক (নারী শাখার জন্য)। এ পদের জন্য প্রার্থীদের কমপক্ষে এইচএসসি পাস হতে হবে এবং অংক ও ইংরেজি বিষয়ে পাঠদানের যোগ্যতা থাকতে হবে। প্রি-ক্যাডেট বা কিন্ডারগার্টেন স্তরের শিক্ষাদানের অভিজ্ঞতা থাকলে তা বাড়তি যোগ্যতা হিসেবে গণ্য হবে। এ ক্ষেত্রেও হস্তলিপিতে দক্ষতা প্রয়োজন। উভয় পদেই প্রার্থীদের বয়সসীমা সর্বোচ্চ ২৭ বছর নির্ধারণ করা হয়েছে।

আগ্রহী প্রার্থীদেরকে ১৫ মে ২০২৫, বৃহস্পতিবারের মধ্যে জীবনবৃত্তান্ত, অভিজ্ঞতার সনদ, পরিচয়পত্র, শিক্ষাগত যোগ্যতার সনদের ফটোকপি ও সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজের ছবি ইমেইলের মাধ্যমে পাঠাতে বলা হয়েছে। আবেদন পাঠানোর ঠিকানা: cao.nirf@gmail.com।

যোগাযোগের জন্য প্রতিষ্ঠানটির ঠিকানা: আল-জামিয়াহ আস-সালাফিয়্যাহ, নিউমার্কেট, রাজশাহী। ফোন: ০১৯৩৪-৪৮৩১৩৭

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ