মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫ ।। ১৯ কার্তিক ১৪৩২ ।। ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
চট্টগ্রামে সম্মিলিত খতমে নবুওয়ত পরিষদের মতবিনিময় সভা জুলাই আন্দোলনের অগ্রসেনানী নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলার নিন্দা ও প্রতিবাদ খুলনায় হাতপাখার সংসদ সদস্য প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটির জরুরি বৈঠক সার্বিক উন্নয়ন ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠায় কাজ করতে চাই: হাফিজ ফখরুল ইসলাম ফরিদপুরে স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থীর প্রচারণার গেট ও ব্যানার ভাঙচুর  জুলাই সনদের আইনি ভিত্তির জন্য নভেম্বরেই গণভোট দিতে হবে: এ টি এম মাছুম জামায়াত আমিরের আসনে বিএনপির প্রার্থী হলেন যিনি খালেদা জিয়াসহ ৯ নারী পেলেন বিএনপির মনোনয়ন ২৩৭ আসনে বিএনপির ধানের শীষ পেলেন যারা নাসিরুদ্দিন পাটওয়ারীর বিরুদ্ধে মামলায় মতিউর রহমান আকন্দ নিন্দা

ভারতের গান্ধী ময়দানে ‘সংবিধান বাঁচাও, ওয়াক্‌ফ বাঁচাও’ মহাসম্মেলন অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

|| ইনজামামুল হক || 

ভারতের বিহার, ঝড়খণ্ড, ওড়িশা ও পশ্চিমবঙ্গ জুড়ে একাধিক প্রতিবাদসভা অনুষ্ঠিত হওয়ার পর, দেশটির অন্যতম প্রধান মুসলিম সামাজিক ও ধর্মীয় সংস্থা ইমারত-ই-শারিয়াহ রবিবার ২৯ জুন পাটনার গান্ধী ময়দানে এক বিশাল জনসমাবেশের আয়োজন করেছে। সমাবেশটি সদ্য পাস হওয়া ওয়াক্‌ফ (সংশোধন) আইন, ২০২৫-এর বিরোধিতায় অনুষ্ঠিত হয়। লাখো মানুষের উপস্থিতিতে গোটা মাঠ ছিল জনসমুদ্রে পরিণত।

“সংবিধান বাঁচাও, ওয়াক্‌ফ বাঁচাও” সম্মেলনটি ইমারত-ই-শরিয়াহর নেতৃত্বে একটি বৃহৎ শক্তি ও সংহতির প্রদর্শন হিসেবে উঠে আসে, যেখানে মুসলিম সমাজ ও বিভিন্ন নাগরিক সমাজ গোষ্ঠীগুলি নতুন সংশোধিত ওয়াক্‌ফ আইনের সাংবিধানিক অধিকার, ধর্মীয় স্বাধীনতা এবং সাম্প্রদায়িক সম্প্রীতির ওপর ক্ষতিকর প্রভাব নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে।

২০২৫ সালের এপ্রিল মাসে সংসদে পাশ হওয়া এই আইনটি ইতিমধ্যেই দেশজুড়ে বিভিন্ন মুসলিম সংগঠন, আইন বিশেষজ্ঞ ও সংখ্যালঘু অধিকারকর্মীদের তীব্র সমালোচনার মুখে পড়েছে। এই আইনটির সাংবিধানিক বৈধতা নিয়ে দায়ের করা একাধিক মামলার শুনানি হয়েছে সুপ্রিম কোর্টে, যেখানে আদালত বর্তমানে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ সংক্রান্ত রায় সংরক্ষিত রেখেছে।

সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে ইমারত-ই-শারিয়াহর প্রধান মাওলানা ফয়সাল ওয়ালি রাহমানি বলেন, “আমরা প্রথম থেকেই এই সংশোধনী বিলের বিরোধিতা করে আসছি। আজ আমরা আবারও আমাদের অবস্থান জোরালোভাবে প্রকাশ করছি। এই আইন সংবিধানের একাধিক ধারা লঙ্ঘন করে, সুপ্রিম কোর্টের পূর্ববর্তী রায় উপেক্ষা করে এবং উপাসনাস্থল ধ্বংস বা দখলের রাস্তা খুলে দেয়। এটি ধর্মনিরপেক্ষতার ও ধর্মীয় স্বাধীনতার আত্মার ওপর সরাসরি আঘাত।”

তিনি আরও বলেন, “আমরা এই বিলের বিরুদ্ধে ৩০০-র বেশি আপত্তিপত্র পেশ করেছিলাম, যেগুলিকে কেন্দ্রীয় সরকার একেবারেই গুরুত্ব দেয়নি। আমরা এই আইনকে বৈষম্যমূলক ও অযৌক্তিক বলে পুরোপুরি প্রত্যাখ্যান করছি, যেটা ন্যায় ও সমতার পরিবর্তে মতাদর্শগত উদ্দেশ্যে চালিত।”

মাওলানা রাহমানি আইনটির দীর্ঘমেয়াদী প্রভাব নিয়ে প্রশ্ন তুলে বলেন, “যদি আগামী দিনে কেউ প্রমাণ চায় যে অশোক স্তম্ভ বা প্রাচীন সৌধে কোনো ধর্মীয় চিহ্ন আছে কি না, তাহলে সংরক্ষণের মানদণ্ড কী হবে? এই আইন সংস্কারের নাম করে অবিশ্বাস ও বিভাজনের পরিবেশ সৃষ্টি করছে। এটি মুসলমানদের ঐতিহাসিক অবদান ও ধর্মীয় ঐতিহ্য মুছে ফেলার প্রচেষ্টা।”

তিনি সরকারকে স্মরণ করিয়ে দিয়ে বলেন, “জনতার গণতান্ত্রিক চাপ একসময় কেন্দ্র সরকারকে পাটনা আইন প্রত্যাহার করতে বাধ্য করেছিল। আজ আবারও জনগণ তাদের সাংবিধানিক অধিকার দাবি করছে। আমরা এই সংশোধিত ওয়াক্‌ফ আইন সম্পূর্ণভাবে প্রত্যাহারের দাবি জানাই এবং গণতান্ত্রিক উপায়ে আমাদের আন্দোলন চালিয়ে যাব।”

গান্ধী ময়দানের উক্ত সমাবেশে উপস্থিত ছিলেন বহু ধর্মীয় পণ্ডিত, সমাজ নেতৃবৃন্দ, আইনজীবী ও তরুণ রাজনীতিবিদরা। অনেকেই কালো বাহুবন্ধনী পরে প্রতিবাদ জানান। হাজার হাজার সাধারণ মানুষ, যারা বিশেষ ট্রেন, বাস ও ব্যক্তিগত যানবাহনে রাতভর ভ্রমণ করে পাটনা পৌঁছান এবং এই মহাসম্মেলনে অংশ নেন। 

সূত্র: মুসলিম মিরর

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ