ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরীফ উসমান হাদীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ।
আজ বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) এক শোকবার্তায় জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি শাইখুল হাদিস মাওলানা উবায়দুল্লাহ ফারুক ও মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী এই শোক প্রকাশ করেন।
শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন, শরীফ উসমান হাদী ছিলেন একজন সাহসী, স্পষ্টভাষী ও জনস্বার্থে নিবেদিতপ্রাণ ব্যক্তিত্ব। সমাজ ও রাষ্ট্রের ন্যায়সংগত অধিকার আদায়ে তার ভূমিকা স্মরণীয় হয়ে থাকবে। তার ইন্তেকালে দেশ একজন চিন্তাশীল ও সংগ্রামী কণ্ঠস্বর হারালো।
নেতৃবৃন্দ আরও বলেন, আল্লাহ তাআলা যেন তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজন, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের এই কঠিন সময়ে ধৈর্য ধারণের তাওফিক দান করেন।
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ মরহুমের রুহের মাগফিরাত কামনা করছে এবং তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে।
আরএইচ/