ইনকিলাব মঞ্চের মুখপাত্র, জুলাই যোদ্ধা শরীফ ওসমান হাদী আর নেই।
ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
ইনকিলাব মঞ্চের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত পৌনে ১০টার দিকে ইনকিলাব মঞ্চের অফিসিয়াল ফেসবুক পেজে জানানো হয়, ‘ভারতীয় আধিপত্যবাদের মোকাবিলায় মহান বিপ্লবী ওসমান হাদীকে আল্লাহ শহীদ হিসেবে কবুল করেছেন।’
গত শুক্রবার (১২ ডিসেম্বর) গুলিবিদ্ধ হন শরীফ ওসমান হাদী। এরপর তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এরপর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য নেওয়া হয় সিঙ্গাপুর।
সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় গুলিবিদ্ধ হওয়ার এক সপ্তাহের মাথায় আজ তিনি ইন্তেকাল করেছেন।
তার মৃত্যুতে ইতোমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শোকের ছায়া নেমে এসেছে।
আরএইচ/