বাংলাদেশে এই মুহূর্তে যে অসুস্থতা বিরাজ করছে তা সারাতে ডা. শফিকুর রহমানের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন ঢাকা-১৭ আসনের প্রার্থী ডা. এস এম খালিদুজ্জামান।
তিনি বলেন, বর্তমানে বাংলাদেশ একটি রূপান্তরিত দেশ। আমি ঢাকা ও দেশের প্রতিটি এলাকায় ঘুরে দেখেছি। পুরো দেশে অসুস্থতা বিরাজ করছে। এই মুহূর্তে দেশের অসুস্থতা সারাতে ডা. শফিকুর রহমান ছাড়া কেউ পারবেন না।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুর ২টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা-১৫ আসনের উদ্যোগে আয়োজিত এক জনসমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ত্রয়োদশ সংসদ নির্বাচনে এই আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
জনসমাবেশে ডা. এস এম খালিদুজ্জামান বলেন, আমরা মানুষের অধিকার ফিরিয়ে দিতে চাই। এমন একটি রাষ্ট্র গঠন করতে চাই যেখানে মা-বোন তার অধিকার ফিরে পাবে। কেউ জুলুমের শিকার হবে না। সবাই তাদের ন্যায্য অধিকার ফিরে পাবে।
জনসভায় বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য দেন ডাকসু ভিপি সাদিক কায়েম, ঢাকা-১৬ আসনের প্রার্থী ও শিক্ষাবিদ কর্নেল আব্দুল বাতেনসহ অনেকে।
অনুষ্ঠানে বক্তব্য দেন বাংলাদেশ জামায়েত ইসলামীর কাফরুল উত্তর থানার আমির রেজাউল করিম মাহমুদ, কাফরুল পশ্চিম থানার আমির আব্দুল মতিন খান, কাফরুল দক্ষিণ থানার আমির আনোয়ারুল করিম, ঢাকা মহানগর দক্ষিণের নায়েবে আমির আব্দুস সবুর ফকির এবং বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি লস্কর মো. তসলিম।
জনসমাবেশে উদ্বোধনী বক্তব্য দেন শহীদ আব্দুল হান্নানের ছেলে ড. সাঈদ খান। তিনি বলেন, আমরা শহীদ ওসমান হাদি ভাইয়ের আদর্শের ‘ন্যায় ও ইনসাফের রাষ্ট্র’ প্রতিষ্ঠা করব। আমরা সবাই গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেব। জুলাইয়ে আমার বাবাসহ যারা শহীদ হয়েছেন তাদের রক্তের সম্মান দিতে হলে আমাদের ‘হ্যাঁ’ ভোটের বিকল্প নেই।
আরএইচ/