মুহাম্মদ মিজানুর রহমান
মরচে পড়া লোহা দেখলেই আমাদের মনে পড়ে—“পা কাটলে সঙ্গে সঙ্গে টিটেনাস ইনজেকশন নিতে হবে।” কিন্তু প্রশ্ন হলো, মরচে পড়া লোহাতেই কি টিটেনাস থাকে? না কি এর পেছনে রয়েছে ভিন্ন বৈজ্ঞানিক কারণ? চলুন জেনে নিই।
টিটেনাস কী?
টিটেনাস একটি মারাত্মক ব্যাকটেরিয়াজনিত রোগ, যার কারণ Clostridium tetani নামক জীবাণু। এটি মূলত স্নায়ুতন্ত্রকে আক্রান্ত করে, ফলে মাংসপেশিতে তীব্র সংকোচন (spasms) হয়—যা প্রাণঘাতী হতে পারে।
মরচে পড়া লোহা কি টিটেনাস ছড়ায়?
না, মরচে নিজে টিটেনাস ছড়ায় না। কিন্তু মরচে পড়া লোহা সাধারণত বহুদিন অব্যবহৃত, নোংরা ও আর্দ্র জায়গায় থাকে। এমন পরিবেশে Clostridium tetani ব্যাকটেরিয়া বাস করতে পারে। এই ব্যাকটেরিয়া অক্সিজেনবিহীন পরিবেশে ভালোভাবে বেঁচে থাকে এবং সক্রিয় হয়। লোহার মরচে খাঁজযুক্ত ও ধারালো হওয়ায় দেহে গভীর ক্ষত তৈরি করে, যা এই ব্যাকটেরিয়ার জন্য আদর্শ পরিবেশ।
টিটেনাস প্রতিরোধে ইনজেকশন কেন?
আরএইচ/