শরীফ ওসমান হাদির চিকিৎসা নিয়ে নতুন সিদ্ধান্ত জানিয়েছে তার পরিবার ও ইনকিলাব মঞ্চ। বর্তমানে জীবন-মৃত্যুর এক কঠিন সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছেন এই তরুণ যোদ্ধা। উন্নত চিকিৎসার প্রয়োজনে তার পরিবারের পক্ষ থেকে সিঙ্গাপুরেই অপারেশন সম্পন্ন করার চূড়ান্ত অনুমতি দেওয়া হয়েছে।
ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে দেশবাসীর কাছে আকুল আবেদন জানিয়ে বলা হয়েছে, ‘আপনারা ওসমান হাদির জন্য দোয়া করুন, আল্লাহ যেন তাকে হায়াতে তাইয়্যেবাহ নসীব করেন।’
ওসমান হাদির শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগের মাঝেই ইনকিলাব মঞ্চ আগামী দিনের কঠোর আন্দোলনের রূপরেখা ঘোষণা করেছে। তাদের বিবৃতিতে বলা হয়—যদি ওসমান হাদি শাহাদাত বরণ করেন, তবে বাংলাদেশের সকল স্বাধীনতাকামী মজলুম জনতাকে সার্বভৌমত্ব রক্ষার শপথে শাহবাগে সমবেত হওয়ার অনুরোধ জানানো হয়েছে। খুনিরা গ্রেফতার না হওয়া পর্যন্ত শাহবাগে নিরবচ্ছিন্ন অবস্থান কর্মসূচি পালন করা হবে এবং প্রয়োজনে পুরো বাংলাদেশকে অচল করে দেওয়া হবে।
এ ছাড়া অভিযুক্ত খুনি যদি ভারতে পালিয়ে গিয়ে থাকে, তবে ভারত সরকারের সাথে আলোচনা করে যেকোনো মূল্যে তাকে গ্রেপ্তার করে দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছে মঞ্চ।
বিবৃতিতে স্পষ্টভাবে জানানো হয়েছে, দেশের সার্বভৌমত্ব এবং ওসমান হাদির ওপর হামলার বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বে না ইনকিলাব মঞ্চ।
আরএইচ/