বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে জমিয়তে উলামায়ে ইসলাম ইউকে গভীর শোক, দুঃখ ও সমবেদনা প্রকাশ করছে।
এক শোকবার্তায় জমিয়তে উলামায়ে ইসলাম ইউকের নেতৃবৃন্দ বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক দৃঢ়চেতা, দূরদর্শী ও আপসহীন নেতৃত্বের প্রতীক। তিনি স্বৈরশাসন ও জুলুমের বিরুদ্ধে সাহসিকতার সঙ্গে অবস্থান নিয়ে গণতন্ত্র, ভোটাধিকার, জাতীয় স্বাধীনতা-সার্বভৌমত্ব এবং ইসলামী মূল্যবোধ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি বহু নির্যাতন, অন্যায় কারাবাস ও সীমাহীন চাপের মুখেও আদর্শচ্যুত হননি; বরং ত্যাগ, ধৈর্য ও দৃঢ়তার মাধ্যমে জাতির সামনে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে গেছেন।
নেতৃবৃন্দ আরও বলেন, বেগম খালেদা জিয়ার জীবন ছিল সংগ্রাম ও আত্মত্যাগের এক অবিচল অধ্যায়। গৃহজীবন থেকে জাতীয় রাজনীতির কেন্দ্রবিন্দুতে উঠে এসে তিনি বাংলাদেশের আধুনিক রাজনৈতিক ইতিহাসে এক অবিস্মরণীয় নাম হয়ে ওঠেন। তিনবার দেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে তিনি দেশ ও জাতির কল্যাণে অবদান রেখেছেন। তাঁর ইন্তেকালে বাংলাদেশ একজন অভিজ্ঞ, সংগ্রামী ও ঐতিহাসিক নেত্রীকে হারালো—যা জাতীয় জীবনে এক অপূরণীয় ক্ষতি।
নেতৃবৃন্দ বলেন, আমরা মরহুমার রূহের মাগফিরাত কামনা করছি এবং তাঁর শোকাহত পরিবারবর্গ, রাজনৈতিক সহকর্মী, দলীয় নেতাকর্মী ও দেশ-বিদেশে অবস্থানরত সকল শুভানুধ্যায়ীর প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। মহান আল্লাহ তাআলা যেন তাঁকে ক্ষমা করেন, তাঁর কবরকে প্রশস্ত করেন এবং জান্নাতুল ফেরদাউস নসিব করেন। একই সঙ্গে শোকসন্তপ্ত সবাইকে ধৈর্য, শক্তি ও অবিচলতা দান করেন—আমীন।
শোকবার্তায় স্বাক্ষর করেন—
জমিয়তে উলামায়ে ইসলাম ইউকের প্রধান উপদেষ্টা মাওলানা শায়খ আসগর হুসাইন, সভাপতি ড. মাওলানা শুয়াইব আহমদ, সিনিয়র সহ-সভাপতি মুফতি আব্দুল মুনতাকিম, সহ-সভাপতি হাফিজ মাওলানা সৈয়দ তাছাদ্দুক আহমদ, মাওলানা ফখরুদ্দিন ছাদিক, মাওলানা আমিনুল ইসলাম, হাফিজ সৈয়দ তামীম আহমদ, হাফিজ হোসাইন আহমদ বিশ্বনাথী, মাওলানা আশফাকুর রহমান, সেক্রেটারি মাওলানা সৈয়দ নাঈম আহমদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা শামছুল আলম কিয়ামপুরী, জয়েন্ট সেক্রেটারি হাফিজ মাওলানা ইলিয়াছ, মুফতি শাহ হিফজুল করীম মাশুক, মাওলানা আখতারুজ্জামান, সহ-সেক্রেটারি মুফতি সৈয়দ রিয়াজ আহমদ, হাফিজ জিয়া উদ্দিন, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা নাজমুল হাসান, হাফিজ মাওলানা মাছুম আহমদ, মাওলানা মঈন উদ্দিন খান, মাওলানা আব্দুল গাফফার, ট্রেজারার হাফিজ রশীদ আহমদ, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা ওলীউর রহমান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাওলানা খালেদ আহমদ, প্রচার সম্পাদক মাওলানা শামছুল ইসলাম, সহ-প্রচার সম্পাদক হাফিজ মাওলানা আব্দুল হাই এবং মিডিয়া সেক্রেটারি আরিফুল ইসলাম।
আরএইচ/