বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫ ।। ৯ পৌষ ১৪৩২ ।। ৪ রজব ১৪৪৭


তারেক রহমানের প্রতি খোলা দাওয়াত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুফতি মনোয়ার হোসেন

সকল প্রশংসা একমাত্র আল্লাহ তায়ালার জন্য—যাঁর হাতেই সার্বভৌম ক্ষমতা, ইজ্জত ও অপমান। বান্দাকে পরীক্ষা ও প্রত্যাবর্তনের সুযোগ তিনিই দেন।

জনাব তারেক রহমান!, দীর্ঘদিন পর আপনার স্বদেশে প্রত্যাবর্তনের প্রাক্কালে—আমি একজন ইমাম ও খতিব হিসেবে এবং যেই মসজিদের আপনি প্রতিষ্ঠাতা ও নির্মাণকারী সেই মসজিদের আমানতদার হিসেবে—আপনার জন্য কল্যাণ, হেদায়াত ও কবুলিয়াত কামনা করছি।

আপনি তারুণ্যেই কঠিন বাস্তবতার মুখোমুখি হয়েছেন। ভারতীয় আধিপত্যবাদী মিডিয়ার অপপ্রচারে আপনাকে চরিত্রহননের শিকার হতে হয়েছে, নির্যাতন ও দেশান্তর বরণ করতে হয়েছে। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সন্তান হিসেবে আপনি ক্ষমতা ও কষ্ট—উভয়ই দেখেছেন। ব্যক্তিগত সাক্ষাতে আপনাকে আমি ভদ্র, নম্র ও সংযত মানুষ হিসেবেই পেয়েছি। এই সম্পর্ক থেকেই কিছু কথা দাওয়াতের ভাষায় নিবেদন করছি।

দেশে ফিরে আপনার জন্য যেসব বিষয় কর্তব্য বলে মনে করি—

১. বিমানবন্দরে নেমেই আল্লাহ তায়ালার দরবারে শুকরিয়া আদায় করুন—উন্মুক্ত স্থানে শুকরিয়া সিজদা অথবা দুই রাকাত নামাজের মাধ্যমে।

২. আল্লাহ তায়ালার সর্বভৌম ক্ষমতার প্রকাশ্য ঘোষণা দিন—যাতে জাতি বুঝে নেয়, ক্ষমতার প্রকৃত মালিক মানুষ নয়, আল্লাহ।

৩. দেশের শীর্ষ আলেম-ওলামাদের সঙ্গে সাক্ষাৎ করুন, বিশেষ করে জাতীয় মসজিদের খতিবের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ দ্রুত সম্পন্ন করুন—প্রথম দিকের কয়েক দিনের মধ্যেই।

৪. দেশবাসীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান, যারা দীর্ঘদিন ধৈর্য ও দোয়া নিয়ে অপেক্ষা করেছেন।

৫. আলেম-ওলামা ও দ্বীনদার সমাজের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করুন, যারা নৈতিকভাবে পাশে ছিলেন।

৬. আপনার মমতাময়ী মায়ের সঙ্গে সাক্ষাৎ করুন, তাঁর খোঁজ নিন ও সম্মান প্রকাশ করুন।

৭. বিদেশি আধিপত্যবাদ ও অন্যায় প্রভাবের অবসানের বিষয়ে মার্জিত ও দায়িত্বশীল অবস্থান ঘোষণা করুন, কোনো বিদ্বেষ ছাড়াই।

৮. দেশের ইসলামপন্থী ও দ্বীনদার জনগোষ্ঠীকে স্পষ্টভাবে আশ্বস্ত করুন, যেন তারা কোনো অস্বস্তিতে না থাকে।

৯. কোনো রাজনৈতিক প্রতিপক্ষকে আঘাত করে কথা বলা থেকে বিরত থাকুন, সংযম ও শালীনতার দৃষ্টান্ত স্থাপন করুন।

১০. শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (রহ.)–এর সন্তান হিসেবে দেশ, জনগণ ও সার্বভৌমত্ব রক্ষায় কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করুন।

তিনি আমার মসজিদের মুতাওয়াল্লি, আমার মুসল্লী, আর আমি তার ইমাম ও খতিব—এই সম্পর্ক থেকেই আমি এসব কথা বলা নিজের কর্তব্য মনে করে একটি খোলা দাওয়াত পেশ করলাম। আল্লাহ তায়ালা আপনাকে হিকমাহ, ইনসাফ ও সঠিক সিদ্ধান্তের তাওফিক দিন।

আপনার প্রত্যাবর্তন দেশ ও জাতির জন্য খয়র ও বরকতের কারণ হোক—আমিন।

লেখক: প্রতিষ্ঠাতা পরিচালক, মাদরাসাতুল মদীনা, বগুড়া

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ