মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫ ।। ৮ পৌষ ১৪৩২ ।। ৩ রজব ১৪৪৭

শিরোনাম :
মৌলভীবাজারে বিন্নিগ্রাম মাদরাসার ফুযালা আবনা সম্মেলন আগামীকাল ফিলিস্তিনি বন্দিদের জন্য কুমিরবেষ্টিত কারাগারের প্রস্তাব ইসরায়েলের, তীব্র বিতর্ক নারায়ণগঞ্জে ইসলামী আন্দোলনের নগর সম্মেলন, নতুন কমিটি ঘোষণা ইসলামপন্থীদের টার্গেট করে বেআইনিভাবে আটক বন্ধের দাবি বিহারে মুসলিম হকার হত্যা: ভিকটিমকেই ‘চোর’ বানানোর চেষ্টা মসজিদে নববীর মুয়াজ্জিনের ইন্তেকাল মাদ্রাসা থেকে র‍্যাব পরিচয়ে তরুণ আলেমকে তুলে নেওয়ার অভিযোগ আবরার ফাহাদ-ওসমান হাদির নামে দুই ভবনের নাম রাখলেন শিক্ষার্থীরা মুফতি শামাইল ও জাবেদ আখতারের বিতর্ক, দরকারি কিছু কথা ঢাকা–১৩ আসনে দিনভর গণসংযোগে ব্যস্ত ইবনে শাইখুল হাদিস

মাদ্রাসা থেকে র‍্যাব পরিচয়ে তরুণ আলেমকে তুলে নেওয়ার অভিযোগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় অবস্থিত একটি মাদ্রাসা থেকে র‍্যাব পরিচয়ে তরুণ আলেম ও লেখক মাওলানা আইনুল হক ক্বাসেমীকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, ঘটনার সময় তিনি মাদ্রাসায় নিয়মিত পাঠদান করছিলেন।

ঘটনাটি জানাজানি হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি দ্রুত ছড়িয়ে পড়ে। এতে আলেম সমাজসহ বিভিন্ন মহলে ব্যাপক উদ্বেগ ও উৎকণ্ঠার সৃষ্টি হয়েছে। অনেকে ঘটনার স্বচ্ছ ব্যাখ্যা দাবি করছেন এবং মাওলানা আইনুল হক ক্বাসেমীকে দ্রুত পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন।

মাওলানা আইনুল হক ক্বাসেমী সিলেটের জকিগঞ্জ উপজেলার কেছরী গ্রামের বাসিন্দা। তিনি একটি সুপরিচিত আলেম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা মরহুম মাওলানা শফিকুল হক জকিগঞ্জের ঐতিহ্যবাহী জামেয়া ছায়িদিয়া মাইজকান্দি মাদ্রাসার সাবেক মুহতামিম ছিলেন। পারিবারিক সূত্রে জানা যায়, তাঁর দাদা শ্বশুর ছিলেন হবিগঞ্জের প্রখ্যাত মুহাদ্দিস মাওলানা তফজ্জুল হক (রহ.)।

এ ঘটনায় এখন পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে আলেম সমাজ ও শুভানুধ্যায়ীরা দ্রুত বিষয়টি স্পষ্ট করা এবং আইনগত প্রক্রিয়ার স্বচ্ছতা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ