রবিবার, ০২ নভেম্বর ২০২৫ ।। ১৭ কার্তিক ১৪৩২ ।। ১১ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
নির্বাচনের আগে বিশ্ব ইজতেমা হচ্ছে না: ধর্ম উপদেষ্টা সর্বদলীয় উলামা পরিষদ চুনারুঘাটের ফ্রি মেডিকেল ক্যাম্প জাকির নায়েককে কেন ধরতে মরিয়া ভারত? কেউ সাহাবায়ে কেরামের অসম্মান করলে, তাকে ভোট দেওয়া জায়েজ নেই : মুফতী মনির কাসেমী নেতাকে গ্রেপ্তারের প্রতিবাদে ইসলামী আন্দোলনের থানা ঘেরাও ফিলিস্তিনিদের বাধা দিয়ে জলপাই চুরি করছে ইসরায়েলি সেনারা একাত্তরের হত্যাযজ্ঞে সংশ্লিষ্টতার অভিযোগ ভিত্তিহীন: জামায়াতে ইসলামী ‘কওমি সনদের বিষয়টি আমার আওতাধীন নয়, তবু অন্তরের টানে কাজ করছি’ বিএনপি নেতার অর্থায়নে কাঠের সেতু : ৬ হাজার মানুষের দুর্ভোগ লাঘব   মামদানিকে ফোন করে প্রশংসা করলেন ওবামা

এইচএসসি ও আলিম পরীক্ষার ফল প্রকাশ বৃহস্পতিবার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

এইচএসসি, আলিম ও সমমান পরীক্ষার ফলাফল আগামী ১৬ অক্টোবর বৃহস্পতিবার প্রকাশ করা হবে। এদিন সকাল ১০টায় নিজ নিজ শিক্ষা বোর্ড এই ফল প্রকাশ করবে।

সোমবার (১৩ অক্টোবর) আন্তঃশিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মাধ্যমিক ও উচ্চ-মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা, রাজশাহী, কুমিল্লা, যশোর, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, দিনাজপুর, ময়মনসিংহ, বাংলাদেশ মাদরাসা ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের এসএসসি ও সমমান পরীক্ষা ২০২৫-এর ফল আগামী ১৬ অক্টোবর সকাল ১০টায় স্ব-স্ব শিক্ষা বোর্ড থেকে প্রকাশের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এ উপলক্ষে আগামী ১৬ অক্টোবর সকাল ১০টায় ঢাকা শিক্ষা বোর্ডের সভা কক্ষে (৩নং ভবন লিফট ৬) বাংলাদেশ আন্তঃ শিক্ষা বোর্ডের পক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। এই সভায় সব ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো।

এবারের এইচএসসি ও সমমানের লিখিত পরীক্ষা গত ১৯ আগস্ট শেষ হয়। ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হয় ২১ থেকে ৩১ আগস্ট পর্যন্ত। ১২ লাখেরও বেশি পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। পাবলিক পরীক্ষা আইন অনুযায়ী—লিখিত পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে ফল প্রকাশ করা হয়।

এবার ১১টি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষায় বসেন ১২ লাখ ৫১ হাজার ১১১ শিক্ষার্থী। তাদের মধ্যে ৬ লাখ ১৮ হাজার ১৫ ছাত্র এবং ৬ লাখ ৩৩ হাজার ৯৬ ছাত্রী। সারাদেশে ২ হাজার ৭৯৭টি কেন্দ্রে পরীক্ষা হয়।

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ