ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও তরুণদের পরিচিত মুখ, ঢাকা ৮ আসনের সংসদ সদস্য প্রার্থী শরিফ উসমান হাদী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা প্রকাশ করেছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ।
শুক্রবার (১২ ডিসেম্বর) এক বিবৃতিতে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি শাইখুল হাদিস মাওলানা উবায়দুল্লাহ ফারুক ও মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী এই গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানান।
বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, নির্বাচনী সময়ে একজন তরুণ রাজনৈতিক কর্মী ও প্রার্থীর উপর এ ধরনের বর্বর হামলা প্রমাণ করে দেশে প্রার্থীদের নিরাপত্তা হুমকির মুখে। এই হামলার সাথে জড়িতদের অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে।
বিবৃতিতে তারা আরও বলেন, নির্বাচনকে ঘিরে কোনো ধরনের সহিংসতা, দমন-পীড়ন ও আতঙ্ক সৃষ্টির চেষ্টাকে বরদাশত করা হবে না। নির্বাচন কমিশন ও সরকারকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে। যাতে প্রার্থীরা ও তাদের কর্মীরা নিরাপদে প্রচার-প্রচারণা চালাতে পারেন।
জমিয়তের পক্ষ থেকে উসমান হাদীর দ্রুত সুস্থতা কামনা করা হয় এবং তার পরিবারের প্রতি সহমর্মিতা জানানো হয়।
আরএইচ/