আগামীকাল বুধবার জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে বুধবার বিকেল ৩টায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) সন্ধ্যায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের এক কর্মসূচিতে এ তথ্য জানানো হয়েছে।
ঠিক কী বিষয়ে সংবাদ সম্মেলন করবেন সেটি কর্মসূচিতে উল্লেখ করা না হলেও উপদেষ্টা সমসাময়িক বিষয় নিয়ে কথা বলবেন বলে এতে জানানো হয়েছে।
সম্প্রতি তার উপদেষ্টা পদ থেকে পদত্যাগের বিষয়টি বেশ আলোচিত। আসিফ মাহমুদ কোন দল থেকে নির্বাচনে অংশ নেবেন এবং নির্বাচনে প্রার্থিতা ঘোষণার আগে উপদেষ্টা পদ থেকে কখন পদত্যাগ করবেন তা নিয়ে নানা গুঞ্জন শোনা যাচ্ছে। সূত্রের বরাতে জানা গেছে, আগামীকাল তিনি বুধবার এসব বিষয়ে কথা বলতে পারেন।
আরএইচ/