বুধবার, ০২ জুলাই ২০২৫ ।। ১৮ আষাঢ় ১৪৩২ ।। ৭ মহর্‌রম ১৪৪৭


হযরত মুহাম্মদ (সা.)-এর অবমাননার অভিযোগে জাবির শিক্ষার্থী বহিষ্কার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হযরত মুহাম্মদ (সা.) সম্পর্কে কটূক্তি করার অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। সোমবার (৩০ জুন) সকালে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কার্যালয়ের ভারপ্রাপ্ত পরিচালক ড. মোহাম্মদ মহিউদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বহিষ্কৃত শিক্ষার্থীটি হলেন তৌফিক ইসলাম নাবিল, যিনি বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের ছাত্র।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তি করায় এবং বাংলাদেশের দণ্ডবিধির ২৯৫(ক) ধারার অধীনে ধর্মীয় অনুভূতিতে আঘাত করার জন্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান শিক্ষার্থী তৌফিক ইসলাম নাবিলকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার করেছেন।

এছাড়াও, বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী শৃঙ্খলা সংক্রান্ত অধ্যাদেশ ২০১৮-এর ধারা ২(গ) অনুযায়ী ‘অসদাচরণ’-এর অভিযোগে তদন্ত শুরু করা হয়েছে। এর জন্য সমাজবিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. মো. শামছুল আলমের নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে, যা তদন্ত শেষে সুপারিশসহ প্রতিবেদন পেশ করবে।

উল্লেখ্য, গত ২৮ জুন হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে ওই শিক্ষার্থীর ফেসবুক অ্যাকাউন্টে একটি কটূক্তি মূলক স্ক্রিনশট সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এর পরপরই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয় এবং তারা ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে তৌফিক নাবিলের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও তদন্ত সাপেক্ষে বহিষ্কারের দাবি তোলেন। পরদিন, ২৯ জুন, শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর একটি অভিযোগপত্র দাখিল করেন। তারা দাবী করেন, বিশ্ববিদ্যালয়ের শান্তিপূর্ণ ও সহনশীল পরিবেশ বজায় রাখার জন্য এই ধরনের ধর্মীয় অবমাননার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। গত রাতে, শিক্ষার্থীরা ধর্মীয় অবমাননার বিরুদ্ধে বিক্ষোভ মিছিলও করেন।

এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন দ্রুত পদক্ষেপ গ্রহণ করে, যাতে ভবিষ্যতে এমন অবমাননা না ঘটে।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ