শায়খুল কুরআন আল্লামা কারী বেলায়েত রহ. প্রতিষ্ঠিত নূরানী তালীমুল কুরআন বোর্ড সারাদেশে কার্যক্রম চালিয়ে যাচ্ছে। বিভাগীয় শহর বরিশালে কার্যক্রমে কিছুটা ভাটা পড়লেও তা কাটিয়ে উঠছে বোর্ডটি। নতুন করে বরিশাল অঞ্চলে কার্যক্রম জোরদার করছে নূরানী বোর্ড।
আজ বুধবার (২ জুলাই) বরিশাল বিভাগীয় কার্যালয় ও মুয়াল্লিম ট্রেনিং সেন্টার শুভ উদ্বোধন হতে যাচ্ছে।
বরিশাল মহানগরীর প্রাণকেন্দ্র রুপাতলী বাসস্ট্যান্ড সংলগ্ন তহুরা ম্যানশনের চতুর্থ তলায় সকাল ১০টায় দোয়া ও মুয়াল্লিম প্রশিক্ষণের মাধ্যমে সূচনা হতে যাচ্ছে এর কার্যক্রম। এখন থেকে এই ভবনেই বরিশাল বিভাগের নূরানী বোর্ডের সব কার্যক্রম পরিচালিত হবে।
শুভ উদ্বোধন উপলক্ষে পুরাতন মুয়াল্লিমদের জন্য ১০ দিনের ট্রেনিংয়ের আয়োজন করা হয়েছে। আশপাশের সকল শিক্ষক, অভিভাবক ও সংশ্লিষ্টদের এই বরকতময় উদ্যোগে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানিয়েছে নূরানী বোর্ড।
নুরানী তালীমুল কুরআন বোর্ড বাংলাদেশের পরিচালক মাওলানা ইসমাইল বেলায়েত হুসাইন বলেন, বরিশাল অঞ্চলে আমাদের কার্যক্রম আগে থেকেই আছে। নতুন করে বিভাগীয় কার্যালয় হওয়ায় কাজে গতি ফিরবে বলে আমরা প্রত্যাশা করছি।
মাওলানা ইসমাইল বেলায়েত হুসাইন বলেন, শায়খুল কুরআন আল্লামা কারী বেলায়েত রহ. যে ইখলাস নিয়ে এই বোর্ড প্রতিষ্ঠা করেছিলেন এবং তিনি এই ইলহামি শিক্ষাধারার জন্য যে ত্যাগ ও সাধনা করে গেছেন, সেটার কোনো নজির পাওয়া মুশকিল। তবু আমরা চেষ্টা করছি প্রতিষ্ঠাতার নীতি ও আদর্শের ওপর এই বোর্ডকে এগিয়ে নিয়ে যেতে। সবার দোয়া ও সহযোগিতা থাকলে ইনশাআল্লাহ কুরআনের এই খেদমতের ধারা দিন দিন আরও গতিশীল হবে ইনশাআল্লাহ।
এনএইচ/