বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫ ।। ১০ পৌষ ১৪৩২ ।। ৫ রজব ১৪৪৭

শিরোনাম :
ইসলামপন্থীদের ‘একবাক্স নীতি’ কি মুখ থুবড়ে পড়ছে? শহীদ হাদির আদর্শ সামনে রেখে মিশরে 'আজহার আফকার'র যাত্রা আবারও বাংলাদেশি সন্দেহে ভারতে মুসলিম যুবককে পিটিয়ে হত্যা তারেক রহমানের দেশে ফেরা গণতান্ত্রিক সংগ্রামের এক গুরুত্বপূর্ণ অর্জন: হাসনাত ঢাকায় মহাসমাবেশের ঘোষণা ইসলামী আন্দোলনের এভারকেয়ার থেকে গুলশানের বাসার উদ্দেশে তারেক রহমান সাহিত্য সভায় বিশেষ সম্মাননা পেলেন কবি ও লেখক মোহাম্মদ কুতুবউদ্দিন মহানবী (সা.)-এর ন্যায়পরায়ণতার আলোকে দেশ পরিচালনা করবো: তারেক রহমান ১ জানুয়ারি শুরু হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্য মেলা তারেক রহমানের প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়ে যা বললেন পীর সাহেব চরমোনাই

বোরকা ও নিকাব নিষিদ্ধ করলো কাজাখস্তান সরকার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুসলিম নারীদের পর্দা নিষিদ্ধ করার তালিকায় এবার নতুন যুক্ত হলো মধ্য এশিয়ার দেশ কাজাখস্তান। দেশটির সরকার জনসমক্ষে মুখ ঢাকা পোশাক পরা নিষিদ্ধ করেছে, যা নারীদের মুখমণ্ডল ঢেকে রাখে বা শনাক্তকরণে বাধা সৃষ্টি করে। কাজাখস্তানের প্রেসিডেন্ট কাসিম-জোমার্ত টোকায়েভ এ সংক্রান্ত একটি আইনে স্বাক্ষর করেছেন। এখন থেকে মুখ ঢাকা পোশাক কেবল চিকিৎসা প্রয়োজনে, কঠোর আবহাওয়ার সময় এবং খেলাধুলা বা সাংস্কৃতিক অনুষ্ঠানে পরা যাবে। আইনে বলা হয়েছে, ‘মুখ শনাক্তকরণে বাধা সৃষ্টি করে এমন পোশাক পরে পাবলিক প্লেসে যাওয়া নিষিদ্ধ।’

সরকারি দায়িত্ব পালনের জন্য, অথবা চিকিৎসা, নাগরিক প্রতিরক্ষা, আবহাওয়া-সম্পর্কিত পরিস্থিতি বা বিশেষ অনুষ্ঠান ছাড়া কাজাখস্তানের আইনের অধীনে থাকা বাধ্যতামূলক।

কাজাখ সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, টোকায়েভ বলেছেন, এই নিষেধাজ্ঞার মাধ্যমে কাজাখস্তানের জাতিগত পরিচয় তুলে ধরার একটি সুযোগ সৃষ্টি হবে। তাঁর মতে, মুখ ঢাকা কালো পোশাকের চেয়ে জাতীয় স্টাইলের পোশাক অনেক ভালো, কারণ আমাদের জাতীয় পোশাক আমাদের জাতিগত পরিচয় স্পষ্টভাবে প্রকাশ করে। সুতরাং, এগুলোর ব্যবহারের প্রসার ঘটানো উচিত।

এমন নিষেধাজ্ঞা কিছু মুসলিম কাজাখদের মধ্যে ক্ষোভ সৃষ্টি করেছে। ২০২৩ সালে টোকায়েভ সরকার শিক্ষা প্রতিষ্ঠানে হিজাব পরা নিষিদ্ধ করে এবং দাবী করে যে হিজাবের চেয়ে স্কুল ইউনিফর্ম পরা বেশি গুরুত্বপূর্ণ। এর প্রতিবাদে অন্তত ১৫০ জন মেয়ে স্কুল ত্যাগ করেছিল।

সরকারি তথ্যে জানা গেছে, কাজাখস্তানের জনসংখ্যার প্রায় ৭০ শতাংশ ইসলাম ধর্মাবলম্বী, এবং খ্রিস্টধর্ম দ্বিতীয় সর্বাধিক প্রচলিত ধর্ম। সাম্প্রতিক পোশাক নিষেধাজ্ঞা অন্যান্য মধ্য এশিয়ার দেশগুলোতেও কার্যকর হয়েছে। প্রতিবেশী কিরগিজস্তান এই বছরের শুরুতে জনসমক্ষে মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ করার আইন পাস করেছে।

স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, কিরগিজস্তানের পুলিশ কিছু মুসলিম নারীদের নেকাব পরা নিষিদ্ধ করার জন্য রাস্তায় টহল দিতে দেখা গেছে। উজবেকিস্তানও জনসাধারণের জায়গায় বোরকা পরা নিষিদ্ধ করেছে এবং এই নিয়ম লঙ্ঘনের জন্য ২৫০ ডলারের বেশি জরিমানা আরোপ করেছে। তারা নিরাপত্তা উদ্বেগ এবং ধর্মনিরপেক্ষতার প্রচারকে এই নিষেধাজ্ঞার যৌক্তিকতা হিসেবে উল্লেখ করেছে। তাজিকিস্তানও ২০২৩ সালে একই ধরনের আইন পাস করেছে, যেখানে 'জাতীয় সংস্কৃতি এবং ঐতিহ্যের পরিপন্থী যেকোনো পোশাক পরা নিষিদ্ধ' করা হয়েছে।

সূত্র: ইন্ডিপেন্ডেন্ট

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ