ইনজামামুল হক
ভারতের হরিদ্বারের গুরুকুল কঙ্গরী বিশ্ববিদ্যালয়ের নিকট ২৬ জুন, বৃহস্পতিবার মুঈব নামে ২২ বছর বয়সী এক মুসলিম যুবক একদল উ'গ্র'বা'দী হিন্দুদের দ্বারা নির্মমভাবে হামলার শিকার হন।
প্রত্যক্ষদর্শীদের মতে, মুঈবকে তার ধর্মীয় পরিচয়ের কারণে হামলার শিকার হতে হয়েছে। তাকে লাঠি দিয়ে নির্মমভাবে প্রহার করে রাস্তায় ফেলে রাখা হয়। পরে পথচারীরা একটি সরকারি হাসপাতালে নিয়ে যান। অবস্থা গুরুতর হওয়ায় পরিবার তাকে অন্য এক বেসরকারি হাসপাতালে ভর্তি করে। কিন্তু চিকিৎসার খরচ বহন করতে না পারায় মুঈবকে বাড়ি নিয়ে আসা হয়। পরে অবস্থার অবনতি ঘটলে তাকে আবার হাসপাতালে ভর্তি করা হয়।
স্থানীয় কর্মীদের সহায়তায় পরিবার কাঁখাল থানায় একটি এফআইআর দায়ের করে, এর পর অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে মামলা রুজু হয়। পবন নামে একজনকে আটক করা হলেও পরে ছেড়ে দেওয়া হয়। এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।
স্থানীয় কর্মীরা এই হামলার নিন্দা জানিয়েছেন এবং বলেছেন, কর্তৃপক্ষ উগ্রবাদী হিন্দুদের হামলার শিকার ব্যক্তিদের ন্যায়বিচার দিতে ব্যর্থ হচ্ছে। পরিবারের সদস্য ও স্থানীয় মুসলিম নেতারা অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ দাবি করেছেন।
সূত্র: মুসলিম মিরর
এমএইচ/