সোমবার, ০৩ নভেম্বর ২০২৫ ।। ১৮ কার্তিক ১৪৩২ ।। ১২ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
জুলাই আন্দোলনের অগ্রসেনানী নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলার নিন্দা ও প্রতিবাদ খুলনায় হাতপাখার সংসদ সদস্য প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটির জরুরী বৈঠক সার্বিক উন্নয়ন ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠায় কাজ করতে চাই: হাফিজ ফখরুল ইসলাম ফরিদপুরে স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থীর প্রচারণার গেট ও ব্যানার ভাঙচুর  জুলাই সনদের আইনি ভিত্তির জন্য নভেম্বরেই গণভোট দিতে হবে: এ টি এম মাছুম জামায়াত আমিরের আসনে বিএনপির প্রার্থী হলেন যিনি খালেদা জিয়াসহ ৯ নারী পেলেন বিএনপির মনোনয়ন ২৩৭ আসনে বিএনপির ধানের শীষ পেলেন যারা নাসিরুদ্দিন পাটওয়ারীর বিরুদ্ধে মামলায় মতিউর রহমান আকন্দ নিন্দা বস্ত্রহীন ঘুমানোর হুকুম কী ?

আলিম পরীক্ষায় শেখ মুজিবকে নিয়ে প্রশ্ন, ছাত্রদের ক্ষোভ প্রকাশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষাবোর্ডের আলিম পরীক্ষায় শেখ মুজিবুর রহমানকে নিয়ে করা একটি প্রশ্নকে ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। ২০২৫ সালের এ পরীক্ষার বাংলা বিষয়ের প্রশ্নপত্রে ‘ভরসা হলো, আর দমাতে পারবো না’— শেখ মুজিবুর রহমানের এই বক্তব্যকে উদ্ধৃত করে ওই প্রশ্নটি করা হয়। বিষয়টি ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ফেসবুকে ছড়িয়ে পড়েছে; যা নিয়ে শিক্ষার্থীরা বিস্ময় প্রকাশ করেছে। ক্ষোভের জন্ম দিয়েছে নেটিজেনদের মধ্যেও।

আজ মঙ্গলবার (১ জুলাই) এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। আলোচনায় আসা ওই প্রশ্নপত্রের ১৫ নম্বরে উল্লেখ রয়েছে— ‘ভরসা হলো, আর দমাতে পারবে না। ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই ভরসা হওয়ার কারণ’। প্রশ্নের উত্তরের অপশনগুলোর মধ্যে বলা হয়: ‘(ক) বাঙালি বুঝেছে তাদের মুখের ভাষা কেড়ে নিতে চায়; (খ) একুশে ফেব্রুয়ারি গুলি হওয়ার খবরে সারা দেশে হরতাল হয়েছে; (গ) ফরিদপুরে রাজবন্দীর মুক্তি চেয়ে স্লোগান হওয়ায়; এবং (ঘ) বঙ্গবন্ধুকে জেল থেকে মুক্তি দেওয়ায়।’

এই প্রশ্নের সূত্র নিয়ে শিক্ষার্থীরা ইতোমধ্যেই সামাজিক মাধ্যমে প্রশ্ন তুলেছেন। একজন লিখেছেন, ‘জুলাই যেতে না জেতেই শেখ মুজিবুর রহমানকে হিরো বানিয়ে এমন প্রশ্ন সংবেদনশীলতা লঙ্ঘন করেছে।’ আরেক শিক্ষার্থী লিখেন, ‘বিষয়বস্তুর প্রাসঙ্গিকতা থাকলেও, এমন প্রশ্ন করার আগে আরও সতর্ক হওয়া উচিত ছিল। আমরা শ্রদ্ধা করি, কিন্তু প্রশ্নের কাঠামো আমাদের বিভ্রান্ত করেছে।’

তবে মাদ্রাসা শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, প্রশ্নটি জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) প্রকাশিত মূল পাঠ্যবই থেকে নেওয়া হয়েছে। পাঠ্যবইয়ে এখনও ওই অংশ বিদ্যমান থাকায় উদ্দেশ্যপ্রণোদিতভাবে তা কেউ প্রশ্নে অন্তর্ভুক্ত করেছে।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ