বুধবার, ২৮ জানুয়ারি ২০২৬ ।। ১৪ মাঘ ১৪৩২ ।। ৯ শাবান ১৪৪৭

শিরোনাম :
রমজানে ৫১টি দেশে ১২ লাখ মানুষ বিনামূল্যে ইফতার পাবেন ঢাকা-৫ আসনে রাতভর হাতপাখার ব্যানার সাঁটানোর কর্মসূচি ফেনীতে ইমাম সম্মেলন, গণভোটের প্রচারে ইমামদের সহযোগিতা কামনা  লন্ডনে গোলটেবিল আলোচনা, ধানের শীষ ও খেজুর গাছের বিজয় নিশ্চিতের আহ্বান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কুতুবদিয়ায় যৌথ মহড়া হাতপাখার প্রার্থীর মেয়ের ওপর দাঁড়িপাল্লার কর্মীদের হামলা, কঠোর ব্যবস্থার দাবি দক্ষিণবঙ্গের প্রখ্যাত আলেম মুফতি গোলাম রহমান আর নেই মুফতি মুবারকুল্লাহকে দেখতে হাসপাতালে আল-হাইয়ার প্রতিনিধি দল সাক্ষী ছাড়া কবুল বললে কি বিয়ে হয়ে যায়? কুরআন শিক্ষা বোর্ডের দাওরাকে স্বীকৃতি প্রদানের সুযোগ নেই: আল-হাইআতুল উলয়া

আফতাবনগর মাদরাসার দুই দিনব্যাপী ইসলাহি ইজতেমা সম্পন্ন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আল জামিয়াতুল ইসলামিয়া ইদারাতুল উলুম ঢাকা আফতাবনগর মাদরাসার দুই দিনের ইসলাহি ইজতেমা সম্পন্ন হয়েছে।

মাদরাসার নাজিমে তালিমাত মাওলানা ফয়সাল উমর ফারুক জানান, গত শুক্রবার (৫ ডিসেম্বর) তাহাজ্জুদের সময় থেকে ইসলাহি ইজতেমা শুরু হয়ে শনিবার দোয়া ও মোনাজাতের মাধ্যমে তা সম্পন্ন হয়।

ঢাকা ও ঢাকার আশপাশের বিভিন্ন জেলা থেকে বিপুল পরিমাণ লোকজন এই ইসলাহি ইজতেমায় শরিক হয়।

ইজতেমায় আত্মশুদ্ধি ও আমলি প্রশিক্ষণের লক্ষ্যে সারা দিনব্যাপী অজু ও গোসলের মাসাইল, নামাজের প্রয়োজনীয় সুরা কেরাত ও নামাজের মাসয়ালা মাসায়েলসহ ধর্মীয় বেসিক জ্ঞান শিক্ষা সম্পর্কে আলোচনা হয়।

বাদ আসর থেকে নিয়ে রাত নয়টা পর্যন্ত ধারাবাহিকভাবে ওলামায়ে কেরাম বয়ান পেশ করেন।

শুক্রবার দিন ওয়াজ করেন আব্দুল হাফিজ মক্কী রহ.-এর খলিফা মাওলানা ড. মোস্তাক আহমদ, মেরাদিয়া জামে মসজিদের খতিব মাওলানা শুয়াইব ইব্রাহিম, গাজী জামে মসজিদ আফতাব নগরের খতবি মাওলানা এমদাদুল্লাহ কাসেমী প্রমুখ।

তাহাজ্জুদের নামাজ আদায় করে মুফতি মোহাম্মদ আলীর জিকির ও দোয়ার মাধ্যমে দুই দিনব্যাপী ইসলাহি ইজতেমার দ্বিতীয় দিনের কার্যক্রম শুরু হয়। দিনব্যাপী নামাজ রোজা ওজুর মাসায়েল কেরাত শিক্ষা, নামাজের আমলি প্রশিক্ষণসহ আরও বিভিন্ন কার্যক্রম চলতে থাকে।

বাদ আসর থেকে নিয়ে ধারাবাহিকভাবে মেহমানবৃন্দ ইসলাহি আলোচনা পেশ করেন।

দ্বিতীয় দিন প্রধান অতিথি ছিলেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

এছাড়াও মাওলানা ইয়াহিয়া মাহমুদ, মাওলানা আরিফ উদ্দিন মারুফ এবং মাওলানা যাইনুল আবিদীনসহ অন্যান্য উলামায়ে কেরাম আলোচনা করেন।

সর্বশেষ মুফতি মোহাম্মদ আলীর নসিহত ও হৃদয় বিগলিত আখেরি মোনাজাতের মাধ্যমে দুই দিনব্যাপী ইসলাহি ইজতেমা সমাপ্ত হয়।

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ