শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫ ।। ২১ অগ্রহায়ণ ১৪৩২ ।। ১৫ জমাদিউস সানি ১৪৪৭

শিরোনাম :

নেত্রকোনায় সাড়া ফেলল ৫ দিনের ইসলামি বইমেলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বই মানুষের পরম বন্ধু, বই পড়ে মানুষ জ্ঞানী হয়, বই মানুষের জীবনকে আলোকিত করে, মানুষ সঠিক পথের দিশা পায়। বই কিনে কেউ দেউলিয়া হয় না। বইয়ের চেয়ে সুন্দর উত্তম উপহার জগতে হয় না; জীবনের উন্নতির একমাত্র সোপান পড়া; আর সেই পড়ার মাধ্যম বই। জ্ঞানের আলোয় মানুষকে উজ্জীবিত করতে নেত্রকোনায় অনুষ্ঠিত হলো পাঁচ দিনব্যাপী ইসলামি বইমেলা।

নেত্রকোনা জেলা প্রশাসক মো. সাইফুর রহমান মহোদয়ের উদ্বোধনের মধ্যে দিয়ে গত ২ নভেম্বর মঙ্গলবার থেকে ৬ নভেম্বর শনিবার নেত্রকোনা পৌর শহরের মোক্তারপাড়া পুরাতন কালেক্টরেট মাঠে এই বইমেলার আয়োজন করে নেত্রকোনা ইসলামি বইমেলা বাস্তবায়ন কমিটি।

উদ্বোধনী দিনে উপস্থিত হয়ে বক্তব্য দেন জেলা প্রশাসক মো. সাইফুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক রাকিবুজ্জামান, নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর সিরাজুল ইসলাম, নেত্রকোনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুল কিবরিয়া চৌধুরী, নেত্রকোনা বড় মসজিদের মুতাওয়াল্লি অ্যাডভোকেট মাহফুজুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত নেত্রকোনা সদর আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা আব্দুল কাইয়ুম সাহেব, এন আকন্দ কামিল মাদরাসা নেত্রকোনার প্রিন্সিপাল মাওলানা আব্দুল বাতেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ নেত্রকোনার আমির মাওলানা নুরুল ইসলাম হাকিমী, বাংলাদেশ জামায়াতে ইসলামী নেত্রকোনার নায়েবে আমির মাওলানা মাহবুবুর রহমান, মাওলানা খালিদ সাইফুল্লাহ, মাওলানা আসআদুর রহমান আকন্দ,  মাওলানা আনোয়ার হুসাইন খান, মুফতী খুবাইব কাসেমী, মাওলানা নুরুল আলম সৌরভ, মাওলানা মাসুম বিল্লাহ তাকী, মাওলানা সদরুল আমীন সাকিব, মাওলানা সফিউল্লাহ, মাওলানা মুহাম্মাদুল্লাহ নাঈম, মুফতী জুবাইর চৌধুরী, মাওলানা গোলাম রাব্বী, মাওলানা শরীফ উদ্দিন, মাওলানা আবু সায়েম খান, এনসিপি কেন্দ্রীয় নেতা ফাহিম রহমান খান পাঠান প্রমূখ।

বইমেলায় প্রতিদিনই হাজারও বইপ্রেমী নারী পুরুষের উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে। বই বিক্রেতা  ও ক্রেতাদের মধ্যে এই কয়েক দিন একটি উৎসবের আমেজ বয়েছে কালেক্টরেট মাঠে। প্রতিদিনই বিভিন্ন শ্রেণি-পেশার মানুষজন বইমেলায় এসে বই ক্রয় করেছেন এবং মেলার অনুষ্ঠান স্থলে তাদের অভিব্যক্তি প্রকাশ করছেন।

দিন শেষে বই ক্রেতাদের লটারির মাধ্যমে বই পুরস্কার প্রদান করা হয়েছে এবং প্রতিদিনই ইসলামিক প্রশ্নের কুইজ বিতরণ করা হয়েছে ও সঠিক উত্তরদাতাদের লটারির মাধ্যমে বিজয়ী ঘোষণা করে বই পুরস্কার প্রদান করা হয়েছে। এটি ছিল বইমেলার বিশেষ আকর্ষণ।

মেলায় ঢাকার বাংলাবাজার থেকে ২৩টি প্রকাশনা প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। এটি ছিল দ্বিতীয় বারের মতো আয়োজন। আগামীতেও এই ধারা অব্যাহত থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ