বুধবার, ২০ আগস্ট ২০২৫ ।। ৫ ভাদ্র ১৪৩২ ।। ২৬ সফর ১৪৪৭


ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

মোংলায় যৌথ বাহিনীর অভিযানে ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক হয়েছে। কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা (ঢাকা) লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম উল হক এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার মোংলা কোস্ট গার্ডের নেতৃত্বে নৌবাহিনী ও পুলিশের সহায়তায় মোংলা পৌর শহরের বহুমুখী মাদ্রাসা সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। ওই সময় অভিযানকারীরা একটি বাড়িতে তল্লাশি চালিয়ে ২ লাখ ৫১ হাজার টাকা মূল্যের ১ কেজি গাঁজা ও ৪৩৭ পিস ইয়াবা জব্দ করে। এছাড়া আটক করা হয় চিহ্নিত দুই মাদক ব্যবসায়ীকে। আটককৃত মাদক ব্যবসায়ীরা হলো মো. বেল্লাল হোসেন (৪০) ও মো. সগির হোসেন (৫২)। তারা উভয়ই মোংলা পৌর শহরের বাসিন্দা।

এদিকে, জব্দকৃত মাদকদ্রব্যসহ আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মঙ্গলবার রাতে থানা পুলিশে হস্তান্তর করা হয়েছে।

কোস্ট গার্ড কর্মকর্তা সিয়াম উল হক বলেন, মাদক পাচার রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ