বুধবার, ২০ আগস্ট ২০২৫ ।। ৫ ভাদ্র ১৪৩২ ।। ২৬ সফর ১৪৪৭


সুস্থ সবল প্রজন্ম গড়ে তুলতেই হবে: প্রধান উপদেষ্টা


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, যতই চ্যালেঞ্জিং হোক, সুস্থ ও কর্মক্ষম প্রজন্ম গড়ে তোলা জাতীয় উন্নয়ন ও অগ্রগতির জন্য অপরিহার্য।

বুধবার (২০ আগস্ট) প্রধান উপদেষ্টার কার্যালয়ে অসংক্রামক রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে আন্তঃমন্ত্রণালয় সহযোগিতা বৃদ্ধির ‘যৌথ ঘোষণাপত্র’ স্বাক্ষর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ড. ইউনূস বলেন, অসংক্রামক রোগ শুধু স্বাস্থ্য খাতের বিষয় নয়; এটি অর্থনীতি, সামাজিক সুরক্ষা ও টেকসই উন্নয়নের সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত। বিশ্ব স্বাস্থ্য সংস্থার ২০২২ সালের প্রতিবেদনে দেখা গেছে, বাংলাদেশে মোট মৃত্যুর ৭১ শতাংশ অসংক্রামক রোগের কারণে, যার মধ্যে ৫১ শতাংশ ঘটে ৭০ বছরের নিচে বয়সীদের মধ্যে।

তিনি আরও উল্লেখ করেন, অসংক্রামক রোগে আক্রান্ত হলে মানুষ উচ্চ চিকিৎসা ব্যয়ের মুখোমুখি হয়, বিশেষ করে ক্যান্সারের মতো জটিল রোগে পরিবারকে অর্থনৈতিকভাবে কঠোর চাপের মধ্যে পড়তে হয়। ফলে বিদেশে ব্যয়বহুল চিকিৎসার প্রয়োজন হলে বিপুল অর্থ দেশের বাইরে চলে যায়।

ড. ইউনূস জানান, চিকিৎসা ব্যবস্থার উন্নতির পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি ও প্রতিরোধমূলক ব্যবস্থা গড়ে তোলা জরুরি। এজন্য স্বাস্থ্য খাতের পাশাপাশি খাদ্য, কৃষি, শিক্ষা, ক্রীড়া, স্থানীয় সরকার ও গণপূর্তসহ সব মন্ত্রণালয়ের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ