বুধবার, ২০ আগস্ট ২০২৫ ।। ৫ ভাদ্র ১৪৩২ ।। ২৬ সফর ১৪৪৭


জামায়াত-শিবিরের ৭ নেতাকর্মী হত্যা: আ.লীগ নেতা মানিক গ্রেপ্তার


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

নোয়াখালীর কোম্পানীগঞ্জে জামায়াত-শিবিরের ৭ নেতাকর্মী হত্যা মামলায় বসুরহাট পৌরসভা ৬ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মানিক (৫৩)কে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২০ আগস্ট) দুপুরে তাকে নোয়াখালী চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে। গ্রেপ্তারি অভিযান পূর্বদিন রাত ৯টা ৩০ মিনিটে বসুরহাট পৌরসভার খাল ব্যাপারী বাড়ি থেকে পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, মানিক একই বাড়ির আবুল কালামের ছেলে এবং বসুরহাট পৌরসভার সাবেক মেয়র আব্দুল কাদের মির্জার ঘনিষ্ঠ সহচর হিসেবে পরিচিত। তিনি গত ৫ আগস্টের ঘটনায় আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়।

উল্লেখ্য, ২০১৩ সালের ১৪ ডিসেম্বর বসুরহাট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের উপজেলা গেটে জামায়াত-শিবিরের ৭ নেতাকর্মীকে গুলি করে হত্যা করা হয়। ঘটনায় নিহত জামায়াত কর্মী সাইফুল ইসলামের বড় ভাই মো. আমিরুল ইসলাম বাদী হয়ে আদালতে মামলা দায়ের করেন।

এরপর ২৬ সেপ্টেম্বর কোম্পানীগঞ্জে নিহত জামায়াত নেতাকর্মীদের হত্যার ঘটনায় সাবেক মেয়র আব্দুল কাদের মির্জা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাদল, সাবেক ইউএনও মো. নুরুজ্জামানসহ মোট ১১২ জনের বিরুদ্ধে মামলা রুজু করা হয়। মামলায় পুলিশ ও অন্যান্য ব্যক্তিরাও আসামি করা হয়।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ