বুধবার, ২০ আগস্ট ২০২৫ ।। ৫ ভাদ্র ১৪৩২ ।। ২৬ সফর ১৪৪৭


রাজধানীতে আজকের কর্মসূচি


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

রাজধানী ঢাকায় আজ (বুধবার, ১৯ আগস্ট) সরকারি দফতর, রাজনৈতিক দল ও বিভিন্ন সংগঠনের নানা কর্মসূচি অনুষ্ঠিত হবে।

বিশ্ব হাতি দিবস ২০২৫ উপলক্ষে সকাল সাড়ে ১০টায় আগারগাঁওয়ের বন ভবনে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

একই সময়ে বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স (বিআইপি)-এর উদ্যোগে অনুষ্ঠিত হবে ‘জুলাই গণ-অভ্যুত্থান: বৈষম্যহীন ও পরিকল্পিত বাংলাদেশ গড়বার প্রত্যাশা ও প্রাপ্তি’ শীর্ষক সংলাপ।

এছাড়া ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে পবিত্র আখেরি চাহার সোম্বা ১৪৪৭ হিজরি উপলক্ষে বাদ যোহর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে অনুষ্ঠিত হবে আলোচনা সভা ও দোয়া মাহফিল।

বিকেল ৪টায় হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে অনুষ্ঠিত হবে ‘সাইবার সিকিউরিটি ইন ফিন্যানসিয়াল সেক্টর অব বাংলাদেশ: সিকিউরিং দ্য ডিজিটাল ফিউচার’ শীর্ষক আলোচনা সভা। এতে প্রধান অতিথি থাকবেন প্রধান উপদেষ্টার অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী ড. আনিসুজ্জামান চৌধুরী এবং বিশেষ অতিথি থাকবেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত ফয়েজ আহমদ তৈয়্যব।

দুপুর ১টায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গঠিত উদযাপন কমিটির সভা অনুষ্ঠিত হবে। এরপর দুপুর ২টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে প্রেস ব্রিফিং করবেন কমিটির আহ্বায়ক ও স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এবং সদস্য সচিব ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

এ ছাড়া রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় আহত তাছরুবা মাহাবিন, আশরাফুল ইসলাম, নুরে জান্নাত ইউশা ও সুমাইয়া রহমান ল্যারিনের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবে ‘আমরা বিএনপি পরিবার’-এর একটি প্রতিনিধি দল। এতে উপস্থিত থাকবেন বিএনপির যুগ্ম মহাসচিব ও সংগঠনটির উপদেষ্টা শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ