অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলি বাহিনীর অব্যাহত হামলায় একদিনে আরও ৬০ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। এ নিয়ে গাজায় মোট নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৬২ হাজার ১০০ জনে।
মঙ্গলবার (১৯ আগস্ট) রাতে বার্তাসংস্থা আনাদোলুর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ আপডেট অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নিহতদের মধ্যে হামলায় প্রাণ হারান ৬০ জন, আর আহত হয়েছেন অন্তত ৩৪৩ জন। এ নিয়ে মোট আহতের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৫৬ হাজার ৫৭৩ জনে।
এছাড়া অনাহার ও অপুষ্টিতে একদিনে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এতে করে গাজায় অনাহারে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৬৬ জনে, যাদের মধ্যে ১১২ জন শিশু।
মানবিক সহায়তা সংগ্রহ করতে গিয়েও ফিলিস্তিনিরা হামলার শিকার হচ্ছেন। গত ২৪ ঘণ্টায় এ ধরনের ঘটনায় আরও ৩১ জন নিহত ও ১৯৭ জন আহত হয়েছেন। গত ২৭ মে থেকে এখন পর্যন্ত সহায়তা নিতে গিয়ে ইসরাইলি হামলায় প্রাণ হারিয়েছেন ১ হাজার ৯৯৬ জন, আহত হয়েছেন ১৪ হাজার ৮৯৮ জন।
স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গত ১৮ মার্চ যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তি ভঙ্গ করে নতুন করে হামলা শুরু করার পর থেকে গাজায় এখন পর্যন্ত ১০ হাজার ৫১৮ জন নিহত এবং ৪৪ হাজার ৫৩২ জন আহত হয়েছেন।
এদিকে অব্যাহত হামলা ও সরঞ্জামের অভাবে উদ্ধার কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। ধ্বংসস্তূপে আটকে থাকা বহু মানুষকে উদ্ধার করা সম্ভব হচ্ছে না।
চলতি বছরের মার্চের শুরু থেকে ইসরাইলি অবরোধে গাজার প্রায় ২৪ লাখ মানুষ ভয়াবহ দুর্দশার মধ্যে রয়েছে। খাদ্য সংকট, রোগের বিস্তার ও অবকাঠামো ধ্বংসে তাদের জীবনযাত্রা চরম বিপর্যস্ত হয়ে পড়েছে।
এসএকে/
 
                              
                           
                              
                           
                         
                              
                          
 
                        
                                                  
                                                  
                                               
                                                  
                                               
                                      
                                         
                                      
                                         
                                      
                                         
                                      
                                         
                               
                               
                              