বুধবার, ২০ আগস্ট ২০২৫ ।। ৫ ভাদ্র ১৪৩২ ।। ২৬ সফর ১৪৪৭


কোথায় থেকে নির্বাচন করতে পারেন, জানালেন ইবনে শাইখুল হাদিস


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার

আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইসলামি দলগুলোর হেভিওয়েট নেতারা কোথায় থেকে নির্বাচন করবেন সেটা নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে। বাংলাদেশ খেলাফত মজলিসের আমির (ইবনে শাইখুল হাদিস) মাওলানা মামুনুল হক নির্বাচন করবেন কি না কিংবা করলে কোথায় থেকে করবেন সেটা নিয়েও আলোচনা রয়েছে। এর মধ্যেই এ ব্যাপারে মুখ খুললেন খোদ ইবনে শাইখুল হাদিস। 

বুধবার (২০ আগস্ট) জাতীয় দৈনিক প্রথম আলোতে তিনি দীর্ঘ সাক্ষাৎকার দিয়েছেন। সেখানে তিনি নিজের নির্বাচন প্রসঙ্গ ছাড়াও নানা প্রসঙ্গে দীর্ঘ আলাপ করেছেন।  

নির্বাচন করবেন কি না-এমন প্রশ্নে মাওলানা মামুনুল হক বলেন, আমি ব্যক্তিগতভাবে নির্বাচন করতে আগ্রহী না। তবে যদি দলীয় বিবেচনায় এবং জাতীয় প্রয়োজনে নির্বাচন করতে হয়, সে ক্ষেত্রে আমি নির্বাচন করব।

কোন আসনে চিন্তা করছেন- এমন প্রশ্নে তিনি বলেন, আসন হিসাবে তিনটা জায়গায় সম্ভাবনা আছে। একটা হলো ঢাকার মোহাম্মদপুরে (ঢাকা-১৩), যেখানে আমার অবস্থান। আরেকটা হলো আমার জন্মস্থান লালবাগ (ঢাকা-৭) আসনে থেকে। আর ঢাকার বাইরে আরেকটা আসন আছে, সেটা হলো বাগেরহাট-১ (চিতলমারী, মোল্লাহাট ও ফকিরহাট) আসন। যেখানে আমার নানার বাড়ি, যেখানে আমার পারিবারিক নিবিড় যোগাযোগ ও সম্পর্ক আছে।

সাংবাদিক প্রশ্ন করেন- মোহাম্মদপুর না হয় আপনাদের বাসাবাড়ি আছে, মাদরাসা শিক্ষাপ্রতিষ্ঠান আছে। কিন্তু একটা নির্বাচনে জেতার জন্য যে জনপ্রিয়তা প্রয়োজন, বা আপনাদের দলের যে সাংগঠনিক শক্তি অবস্থান থাকা প্রয়োজন, সেটা কি মোহাম্মদপুর, লালবাগে, বাগেরহাটে আছে?

জবাবে মাওলানা মামুনুল হক বলেন, না, আমার একক দলীয়ভাবে সেই পর্যায়ের কর্মী বাহিনী না থাকলেও মোহাম্মদপুরে আমাদের নির্বাচন করার মতো পরিবেশ আছে। লালবাগে ও মোহাম্মদপুরে উভয় জায়গায় আমাদের দীর্ঘ কার্যক্রমের কারণে এবং আলেম সমাজের ব্যাপক একটা তৎপরতা ঐতিহ্যগতভাবেই আছে। সেই হিসাবে আমাদের রিজার্ভ ফোর্স বেশ বড়সড়, যারা নির্বাচনী মাঠে ব্যাপক কাজ করতে পারবে। সেই সঙ্গে এখানে বিভিন্ন ধর্মীয় সামাজিক ইস্যু নিয়ে আমরা নানা সময় কার্যক্রম পরিচালনা করি। সে হিসেবে একটা গণসম্পৃক্ততা বা শক্তি আমাদের আছে।

সে ক্ষেত্রে কি কারও সঙ্গে জোট করতে হবে? এমন প্রশ্নের জবাবে মাওলানা মামুনুল হক বলেন- নির্বাচন জোটবদ্ধ হতে পারে। আবার জোটবদ্ধতা ছাড়াও যদি আমরা এককভাবেও নির্বাচন করি, তাহলেও একটা ভালো ফলাফলের আশা করতে পারি।

শোনা যাচ্ছে, বিএনপি আপনাকে মোহাম্মদপুরের আসনটি ছাড়তে পারে। এমন গুঞ্জনও আছে, সরকার এলে আপনাকে কোনো দায়িত্ব দেওয়া হতে পারে। এ রকম কোনো প্রস্তাব পেয়েছেন? জবাবে তিনি বলেন, না, এ ধরনের আনুষ্ঠানিক কোনো আলোচনায় আমরা বিএনপির সঙ্গে যাইনি এখনো। এমনিতে লোকমুখে এ ধরনের কথা শুনি এবং বিএনপির আগ্রহ আছে তা বুঝি যে, ব্যক্তি হিসেবে কোথাও কোনো আসনে ছাড় দেওয়ার একটা আগ্রহ বিএনপির আছে। এটা বিভিন্ন আলামতে বুঝি। তবে আনুষ্ঠানিক কোনো আলোচনা হয়নি।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ