সৈয়ব আহমেদ সিয়াম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) আস-সুন্নাহ ফাউন্ডেশনের উদ্যোগে অনুষ্ঠিত হলো ‘বৃক্ষরোপণ কর্মসূচি-২৫।’ এ কর্মসূচির আওতায় ক্যাম্পাসে নতুন কলা ভবন, শহীদ ফরহাদ হল, শহীদ আব্দুর রব হল ও অতীশ দীপঙ্কর হলের পাশের রাস্তা ও ফাঁকা জায়গায় প্রায় এক হাজার ফল, ফুল, ঔষধি ও সৌন্দর্যবর্ধক গাছের চারা রোপণ করা হয়। মঙ্গলবার (১৯ আগস্ট ২০২৫) সকাল ১০ টা থেকে দিনব্যাপী এ কর্মসূচি পালিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো: কামাল উদ্দিন স্বেচ্ছাসেবকদের উদ্দেশ্যে বলেন, 'বায়োডাইভারসিটি রক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব অপরিসীম। আস-সুন্নাহ ফাউন্ডেশনের এই মহৎ উদ্যোগ ক্যাম্পাসের পরিবেশ ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য ইতিবাচক ভূমিকা রাখবে।'
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলা ও মানববিদ্যা অনুষদের ডিন প্রফেসর ড. ইকবাল শাহীন এবং অতীশ দীপঙ্কর হলের প্রভোস্ট প্রফেসর এ. জি. এম. নিয়াজ উদ্দিন। তাঁরা বৃক্ষরোপণের ইহকালীন ও পরকালীন সুফলের কথা আলোচনা করেন।
প্রফেসর ড. ইকবাল শাহীন বলেন, 'প্রকৃতি রক্ষায় শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাদের আশাবাদী করেছে। এমন উদ্যোগকে এগিয়ে নিতে সবার এগিয়ে আসা প্রয়োজন।' প্রফেসর এ. জি. এম. নিয়াজ উদ্দিন বলেন, 'বৃক্ষরোপণের পাশাপাশি আমাদেরকে গাছের পরিচর্যা ও সংরক্ষণের বিষয়টিও খেয়াল রাখতে হবে।'
স্বেচ্ছাসেবীদের মধ্য থেকে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী সৈয়ব আহমেদ সিয়াম বলেন, 'আমাদের এই বৃক্ষরোপণ আল্লাহর সন্তুষ্টির জন্য। হাদিসে এসেছে, যদি ক্বিয়ামত সংগঠিত হওয়ার সময়ও এসে যায়, আর তোমাদের হাতে একটি চারা গাছ থাকে, তাহ’লে বসা অবস্থায় থাকলে দাঁড়ানোর পূর্বেই যেন সে তা রোপণ করে দেয়।'
কর্মসূচিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্বেচ্ছাসেবী, সাংস্কৃতিক সংগঠনের সদস্য ও প্রায় ৬০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। কর্মসূচি বাস্তবায়নে বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগ ও উদ্ভিদ উদ্যানের কর্মকর্তাদের বিশেষ সহযোগিতা ছিল। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আস-সুন্নাহ ফাউন্ডেশন-এর স্বেচ্ছাসেবক ও ইংরেজি বিভাগের শিক্ষার্থী নূর উদ্দীন এবং আরবি বিভাগের শিক্ষার্থী মুহাম্মদ হাসান।
এমএইচ/