আগামী ৮ নভেম্বর, শনিবার জামালপুর জেলার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান দেওয়ানগঞ্জ হাফিজিয়া মাদ্রাসার ৫০ বছর পূর্তি উপলক্ষে অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রাক্তন ছাত্র পুনর্মিলনী ও মহাসম্মেলন। ১৯৭৫ সালে প্রতিষ্ঠিত এই মাদ্রাসাটি বর্তমানে তার প্রতিষ্ঠার অর্ধ শতাব্দী পূর্ণ করেছে।
প্রতিষ্ঠানটির মুহতামিম হাফেজ আব্দুস সালাম বলেন, মাদ্রাসাটি ১৯৭৫ সালে মাওলানা ইউনুস আলী ও তৎকালীন মুরব্বিদের উদ্যোগে প্রতিষ্ঠিত হয়। সূচনালগ্ন থেকে এটি দেওয়ানগঞ্জ থানায় তালীম ও তারবিয়তের আলো জ্বেলে রেখেছে।
তিনি আরও জানান, বর্তমানে মাদ্রাসাটি ৫০ বছরে পদার্পণ করেছে এবং এই সুবর্ণজয়ন্তী উপলক্ষে শিক্ষক, স্টাফ, সাবেক ও বর্তমান ছাত্রদের উদ্যোগে এই সম্মেলনের আয়োজন করা হচ্ছে। ছাত্র-শিক্ষক এবং মাদ্রাসার সার্বিক উন্নয়নে এই সম্মেলন অনুষ্ঠিত হবে।
মাদ্রাসার প্রাক্তন ছাত্র মাওলান আতহার আলী বলেন, মাদরাসার মুহতামিম হাফেজ আব্দুস সালাম আমাদের শ্রদ্ধার উস্তাদ, যিনি দীর্ঘ ৪১ বছর ধরে এখানে দায়িত্ব পালন করছেন। তিনি আরও জানান, এখান থেকে হাজাররে অধিক শিক্ষার্থী কুরআনের হাফেজ হয়েছেন। যা এই প্রতিষ্ঠান ও এলাকার জন্য গৌরবের বিষয়।
তিনি দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেন, যাতে দেওয়ানগঞ্জ হাফিজিয়া মাদ্রাসা আগামী বহু বছর কুরআনের খেদমত করতে পারে।
মাদরাসার মুহতামিম হাফেজ আব্দুস সালাম এই সুবর্ণজয়ন্তী সম্মেলনে প্রাক্তন সকলকে দ্রুত রেজিস্ট্রেশন সম্পন্ন করে উপস্থিত থাকার আহবান জানিয়েছেন।
মাদ্রাসার যোগাযোগ নম্বরে: 01918492061
এমএইচ/