মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫ ।। ৪ কার্তিক ১৪৩২ ।। ২৯ রবিউস সানি ১৪৪৭

শিরোনাম :
আবারও ‍খুলে দেওয়া হচ্ছে পাকিস্তান-আফগানিস্তান সীমান্ত স্বাধীন দেশে থেকেও আমরা ছিলাম পরাধীন: ফয়জুল করীম নোয়াখালীতে কোরআন তালিমে হামলার প্রতিবাদে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল ইসরায়েলকে কঠিন পরিণতির হুঁশিয়ারি ইয়েমেনের  সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সম্মানী/ভাতা পুনঃনির্ধারণ: অর্থ মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন এবার এক টাকা কেজি গরুর গোশত বিক্রির ঘোষণা এমপি প্রার্থীর! ‘দায়সারা গোছের তামাশার নির্বাচন জনগণ মেনে নেবে না’ নভেম্বরের মধ্যে গণভোট আয়োজন করার উদ্যোগ নিন আন্তর্জাতিক স্বীকৃতি পেল শায়খ আহমাদুল্লাহর আস-সুন্নাহ ফাউন্ডেশন সমাজে নৈতিক অবক্ষয় ও তরুণ প্রজন্মের দিকভ্রান্তি

নোয়াখালীতে কোরআন তালিমে হামলার প্রতিবাদে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নোয়াখালী জেলা সদর উপজেলায় ইসলামী ছাত্রশিবির আয়োজিত কোরআন তালিমে যুবদল-ছাত্রদলের সন্ত্রাসী হামলার প্রতিবাদে ও বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকেলে জেলা শহর মাইজদীতে শিবির শহর শাখার উদ্যোগে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

নোয়াখালী জেলার মাইজদী মডেল মসজিদের সামনে থেকে ইসলামী ছাত্রশিবিরের একটি বিশাল মিছিল প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মাইজদী পৌর বাজারে গিয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়। শিবির নোয়াখালী শহর শাখার সেক্রেটারি আব্দুল্লাহ আল মাহাবুবের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন শিবির শহর সভাপতি হাবিবুর রহমান আরমান, সাবেক সভাপতি মাওলানা মো: ইউসুফ, সাবেক সভাপতি অধ্যক্ষ বেলায়েত হোসেন, সাবেক সভাপতি হারুনুর রশিদ রুবেল প্রমুখ। বক্তারা হামলার নিন্দা জানিয়ে অবিলম্বে দোষীদের গ্রেফতারের দাবি জানান।

উল্লেখ্য, সদর উপজেলার নেয়াজপুর ইউনিয়নের কাশেমবাজার মসজিদে রোববার (১৯ অক্টোবর) ইসলামী ছাত্রশিবির দারসুল কোরআন প্রোগ্রামের আয়োজন করে।

রোববার বিকেলে ইউনিয়ন যুবদল সভাপতি ফারুক, ইউনিয়ন বিএনপির সেক্রেটারি জাকির হোসেন আলোর নেতৃত্বে যুবদল, ছাত্রদল ও বিএনপির কর্মীরা সন্ত্রাসী কায়দায় দেশী অস্ত্রশস্ত্র ও লাঠিসোটা নিয়ে মসজিদের ভেতর ঢুকে হামলা চালায়। এতে শিবিরের অন্তত ৩০ জন আহত হন। তার মধ্যে ১৫ জনের অবস্থা গুরুতর। এ সময় তারা মসজিদে ভাংচুর চালায় ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। এ ঘটনার প্রতিবাদে রোববার রাতে তাৎক্ষণিক জামায়াত ইসলামী উদ্যোগে এক বিশাল মিছিল প্রধান সড়ক প্রদক্ষিণ করে।’

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ