মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫ ।। ১৭ আষাঢ় ১৪৩২ ।। ৬ মহর্‌রম ১৪৪৭

শিরোনাম :
জুলাই স্মরণে ইসলামী ছাত্র আন্দোলন-এর দেশব্যাপী কর্মসূচি ঘোষণা মানবিক-ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়ার সময় এখনই : তারেক রহমান যেকোনো দিন গাজায় যুদ্ধবিরতি হতে পারে: ট্রাম্প জামিয়া মাদানিয়া বারিধারা মাদরাসার ইসলাহি মজলিস বৃহস্পতিবার ‘জুলাই ঘোষণাপত্র চূড়ান্ত করতে না পারা এই সরকারের বড় ব্যর্থতা’ ইসরায়েলের সঙ্গে সম্পর্ক থাকলেই মৃত্যুদণ্ড, ইরানে নতুন আইন ইসরাইলের বিরুদ্ধে ঐক্যবদ্ধ সংগ্রামের আহ্বান ইরানি সুন্নি আলেমদের মিশরে বাংলাদেশি শিক্ষার্থীদের গৌরবময় অর্জন আফগানিস্তানে অনৈসলামিক কার্যকলাপের অভিযোগে গুঁড়িয়ে দেয়া হল মাজার দুঃখ প্রকাশ না করা পর্যন্ত শান্তি পাবে না: আ. লীগকে শফিকুল আলম

নান্দাইলে ১০ টাকা নিয়ে সংঘর্ষ, আহত ১৪

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ময়মনসিংহের নান্দাইলে লুডো খেলায় ১০ টাকা নিয়ে দ্বন্দ্বের জেরে দুই পক্ষের সংঘর্ষে ১৪ জন আহত হয়েছেন। রোববার (১৫ জুন) সকালে উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের নয়নপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহত ব্যক্তিরা নান্দাইল ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় বাসিন্দারা জানান, গতকাল শনিবার রাতে নয়নপুর গ্রামের মফিজ উদ্দিনের ছেলে আমিনুল ইসলাম (৩০) ও হেলিমের ছেলে ইয়াসিন (২৮) ১০ টাকা নির্ধারণ করে লুডো খেলা শুরু করেন।

একপর্যায়ে খেলায় আমিনুল ইসলাম হেরে যান। পরে ইয়াছিন ১০ টাকা চাইলে আমিনুল ইসলাম ক্ষিপ্ত হয়ে যান। রাতে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় বিষয়টি সমাধান হয়নি।

রোববার সকালে আবার আমিনুল ইসলামের লোকজন ইয়াসিনের বাড়িতে গিয়ে হামলা করেন। এতে ইয়াসিনের পরিবারের লোকজন ক্ষিপ্ত হলে দুই পক্ষের মধ্যে ইটপাটকেল ও পাল্টাপাল্টি ধাওয়া হয়। এতে দুই পক্ষের কমপক্ষে ১৪ জন আহত হন।

আহত শামছুদ্দীন বলেন, ‘মোবাইলে জুয়া খেলা নিয়ে এমন দ্বন্দ্বের সৃষ্টি হয়। আমি প্রতিবাদ করতে গেছিলাম। তাই আমাদের ওপর হামলা করেছে।’

ইয়াসিন জানান, ‘আমি ফেরি করে সংসার চালাই। আমাকে অন্যায়ভাবে মারধর করে বাড়িঘর ভাঙচুর করা হয়েছে। শামছুদ্দীনের লোকজন এমন ঘটনা ঘটিয়েছে। আমি এর বিচার চাই।’

নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইগত ব্যবস্থা নেওয়া হবে।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ