মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫ ।। ১৫ বৈশাখ ১৪৩২ ।। ১ জিলকদ ১৪৪৬


রমজানের পবিত্রতা রক্ষায় আটপাড়ায় হেফাজতে ইসলামের দাওয়াতি মিছিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নেত্রকোনা জেলা প্রতিনিধি: 

মাহে রমজানের পবিত্রতা রক্ষায় আটপাড়ায় হেফাজতের ইসলাম বাংলাদেশ দাওয়াতি মিছিল করেছে। শনিবার সকাল ১১ টায় আটপাড়া ব্রুজেরবাজার কেন্দ্রীয় জামে মসজিদ থেকে শুরু করে উপজেলার প্রধান প্রধান সড়কগুলো অতিক্রম করে উপজেলার সামনে গিয়ে মিছিলটি শেষ হয়। 

মিছিল পরবর্তী সমাবেশে মাওলানা ইকরামুল হাসান মুহাম্মাদ ইরশাদ এর পরিচালনায় ও মাওলানা মফিজুর রহমান এর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন: মাওলানা মফিজুর রহমান, মাওলানা আজিজুর রহমান, মুফতি জহিরুল ইসলাম, মাওলানা ইকরামুল হাসান মুহাম্মাদ ইরশাদ , মাওলানা জাহিদুল ইছলাম ছালেহ্ ও মাওলানা গোলাম কিবরিয়া প্রমুখ। 

বক্তারা বলেন: পবিত্র মাহে রমজানের পবিত্রতা রক্ষা করা আমাদের সকলের জন্য জরুরী ও  ঈমানী দায়িত্ব। দিনের বেলায় হোটেল, রেস্তোরা ও খাবারের দোকান-পাট বন্ধ রাখতে হবে। আমরা টিম তৈরি করে আটপাড়া থানায় মনিটরিং করব ইনশা আল্লাহ। যেখানেই দোকানপাট খোলা পাওয়া যাবে, আইনি ব্যবস্থা নেওয়া হবে। দোকানপাট খোলা রেখে বাহিরে পর্দা ফেলে ভিতরে অবৈধ যা করা হয়, দেওয়া হবে না ইনশা আল্লাহ‌ । শাতিমেরাসূল তথা নবীজির কটুক্তিকারীর বিরুদ্ধে বক্তারা বলেন: বিগত খুনি হাসিনার আমলে যে প্রশাসন ছিল, পরিবর্তন হয়নি। আমরা দেখেছি হাসিনা বা শেখ মুজিবকে নিয়ে কেউ কোনো কটাক্ষ করলে ২৪ ঘন্টা পার হওয়ার আগেই গ্রেপ্তার হতে হয়েছে। নবীজির মান-সম্মান আমাদের কাছে জীবনের চেয়েও বেশি। এক সপ্তাহ পার হয়ে যাবার পরও নবীর কটুক্তকারীদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হচ্ছে না কেন  ???  পরিস্থিতি সামাল দিতে চাইলে আগামী ২৪ ঘন্টার মধ্যে গোস্তাখে রাসুল তথা নবীর কটুক্তি কারীদের গ্রেপ্তার করুন। অন্যথায় নবীর প্রেমিকরা রাজপথে নামলে আবার শাপলা চত্বর যেতে বাধ্য হবে। 

পরিশেষে মাওলানা মফিজুর রহমানের দোয়ার মাধ্যমে বিক্ষোভ মিছিলের সমাপ্তি ঘোষণা করা হয়।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ