রবিবার, ৩১ আগস্ট ২০২৫ ।। ১৬ ভাদ্র ১৪৩২ ।। ৮ রবিউল আউয়াল ১৪৪৭


দ্বিতীয় পর্বের প্রথম দিনে যারা বয়ান করবেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

গাজীপুরের টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের মূল আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। বিশ্ব ইজতেমা দ্বিতীয় পর্বের প্রথম দিন আজ (সোমবার, ৩ ফেব্রেুয়ারি) । ফজরের পর থেকে আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয়েছে এই পর্ব।

আজ যারা ইজতেমার ময়দানে আলোচনা করবেন

জোহরের পর বয়ান করবেন মাওলানা জিয়াউল হক, পাকিস্তান।
আসরের পর, মাওলানা রবিউল হক, বাংলাদেশ।
বাদ মাগরিব বয়ান করবেন মাওলানা আহমেদ লাট, ভারত।

শুরায়ী নেজামের অধীনে অনুষ্ঠিত বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শেষ হবে ৫ ফেব্রুয়ারি বুধবার। প্রথম পর্বের মত এই পর্বও আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে। 

এই পর্বে দেশের ২২ জেলা ও ঢাকার একাংশের মুসল্লিরা অংশগ্রহণ করছেন। এবং ৭৬টি দেশ থেকে প্রায় তিন হাজার ৫০ জন বিদেশি নাগরিক অংশগ্রহণ করেছেন। দ্বিতীয় পর্বের ইজতেমা শেষে তারা নিজ দেশে ফিরবেন।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ