মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫ ।। ১৬ বৈশাখ ১৪৩২ ।। ১ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
নারী নীতিমালা নিয়ে জাতীয় সেমিনারে শীর্ষ আলেম-রাজনীতিকরা ‘মানবিক করিডোর’ প্রতিষ্ঠার আগে জাতীয় ঐকমত্য তৈরি করতে হবে সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ দেখতে চায় বিএনপি : মির্জা ফখরুল ইসলামিক ফাউন্ডেশনের নিয়োগ বিজ্ঞপ্তি স্থগিত প্রতিহিংসা-প্রতিশোধ শান্তি বয়ে আনতে পারে না: আমীরে জামায়াত শিক্ষা-প্রতিষ্ঠানে শাসন সংকট, মনোভাবের বিপর্যয় এবং সতর্কতার আহ্বান নিবরাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনে শিক্ষক নিয়োগ মানুষের আস্থা ফিরিয়ে আনতে পুলিশের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান অধ্যাপক আখতার ফারুক রহ.-এর জীবন-কর্ম আলোচনা সভা অনুষ্ঠিত হেফাজতের মহাসমাবেশ সফলে সাভারে উলামা সম্মেলন অনুষ্ঠিত 

৩৩ দিন ধরে নিখোঁজ মাদরাসাছাত্র আব্দুর রহিম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

এস এম সাইফুল ইসলাম>>

দীর্ঘ ৩৩ দিন ধরে নিখোঁজ রাজশাহী জেলার এয়ারপোর্ট থানাধীন বিরস্তইল পূর্বপাড়া মাদানি মাদরাসার প্রথম বর্ষের ছাত্র হাফেজ মুহাম্মাদ আব্দুর রহিম (১৪)। নিখোঁজ আব্দুর রহিম একই থানাধীন বালিয়াডাঙ্গা গ্রামের মুহাম্মাদ হাসান আলীর ছোট ছেলে।

রবিবার (১৯ জানুয়ারী) দিবাগত রাত আনুমানিক ১২ টায় নিখোঁজের বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন আব্দুর রহিমের বড়ভাই মাওলানা আব্দুল্লাহ বিন হাসান।

তিনি জানান, গত (১৭ ডিসেম্বর) মঙ্গলবার রাত ৯ টা থেকে আমার ছোটভাই হাফেজ মোঃ আব্দুর রহিমকে কোথাও খুঁজে পাচ্ছি না। সে বিরস্তইল পূর্বপাড়া মাদরাসার ছাত্র। আমাদের জানামতে সে মাদরাসাতেই ছিলো, সেখান থেকেই নিখোঁজ হয়েছে। আমরা তাকে আত্মীয় স্বজনদের বাসা বাড়িসহ বিভিন্ন জায়গায় সর্বোচ্চ চেষ্টা করেও খুঁজে পাইনি। তার নিখোঁজের আজ ৩৩তম দিন।

মাওলানা আব্দুল্লাহ বলেন, আমরা ভাইবোন সর্বমোট ৭জন। আব্দুর রহিম সবার ছোট। তার নিখোঁজের পর থেকে এ পর্যন্ত আমার মা অস্বাভাবিক কান্নাকাটি করছেন। খাওয়া-দাওয়া, ঘুমসহ স্বাভাবিক কাজকর্ম সবই বন্ধ। মা একেবারেই ভেঙ্গে পড়েছেন, এই মুহুর্তে তিনি খুবই অসুস্থ।

তিনি জানান, ছোটভাই আব্দুর রহিমের খোঁজ পেতে গত (২৬ ডিসেম্বর) এয়ারপোর্ট থানায় একটি জিডিও করেছি। জিডি নাম্বার ৯৯০।

তিনি আরও জানান, আমার ছোট ভাইয়ের ডাকনাম মুহাম্মাদ। গায়ের রঙ শ্যামলা। উচ্চতা ৫ ফুট ৬ ইঞ্চি। দেখতে একেবারে হ্যাংলা পাতলা। পড়নে জুব্বা এবং মাথায় টুপি ছিল।

এসময় নিখোঁজ আব্দুর রহিমের বড়ভাই মাওলানা আব্দুল্লাহ দেশবাসীর কাছে ছোট ভাইয়ের সন্ধান চেয়ে বলেন, আমার ভাইকে যদি কেউ দেখে থাকেন বা পেয়ে থাকেন যেকোনো বিনিময়েই হোক ভাইকে আমরা ফিরে পেতে চাই। মুঠোফোন নাম্বার : 01770964010

এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) ফারুক হাসান বলেন, আসলে যে পালিয়ে যায় তাকে ঐভাবে খুঁজে পাওয়া কঠিন। হারিয়ে গেলে ভিন্ন বিষয়। আমরা তাকে খুঁজে বের করতে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি।

তিনি বলেন, গোপনসূত্রে জানতে পেরেছি সে, ঢাকার আশুলিয়া নিশ্চিন্তপুর এলাকায় আছে। তবে নিশ্চিত নয়। আমরা খোঁজ খবর নিচ্ছি।

তবে নিখোঁজ আব্দুর রহিম এর বড়ভাই মাওলানা আব্দুল্লাহ জানান, তাঁর ভাই মাদরাসা পালিয়েছে, এটা সত্য। তবে তাঁর খোঁজ এখনো পায়নি। থানা থেকে এ ব্যাপারে কিছুই জানানো হয়নি।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ