শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫ ।। ৫ আশ্বিন ১৪৩২ ।। ২৮ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা পর্তুগালের যাত্রাবাড়ীতে এসি বিস্ফোরণে একই পরিবারের দগ্ধ ৪ দালাল ধরে গিয়েছিলেন ইরাকে, ময়লার ভাগাড়ে তিন টুকরায় মিলল লাশ দক্ষ কর্মীদের ভিসা ফি ১,৫০০ ডলার থেকে বাড়িয়ে ১ লাখ ডলার করলেন ট্রাম্প নোয়াখালীতে অটোরিকশা উল্টে প্রাণ গেল নারীর ,আহত-৪ ইসলামী ছাত্র মজলিস সিলেট মহানগর, জেলা ও শাবিপ্রবি’র সহযোগী সদস্য সমাবেশ অনুষ্ঠিত দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের সভাপতি নাসির উদ্দিন এডভোকেট এর ইন্তেকাল বাংলাদেশ খেলাফত মজলিস কুলঞ্জ ইউনিয়ন শাখা কমিটি গঠন সম্পন্ন ইসলামী ব্যাংকের ডিমিনিশিং মুশারাকার মাধ্যমে বাড়ি ক্রয় করা বৈধ হবে কি? শেষ হলো ইফার পক্ষকালব্যাপী সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠানমালা

ফরিদপুরের ভাঙ্গায় বাসের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মো. সাখাওয়াত হোসেন
ফরিদপুর জেলা প্রতিনিধি

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার কলাতলা এলাকায় এক্সপ্রেসওয়েতে বাসের চাপায় সুমন শেখ (৩৩) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত সুমন রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার গফুর মণ্ডলপাড়া এলাকার বাসিন্দা এবং ছালাম শেখের পুত্র।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে নিহত ব্যক্তির মাথা এবং শরীরের বিভিন্ন অংশ চূর্ণ-বিচূর্ণ হয়ে সড়কে পড়ে থাকতে দেখা যায়।

স্থানীয় প্রত্যক্ষদর্শী এবং পরিবহনটির যাত্রীদের মতে, এক্সপ্রেসওয়েতে হাইওয়ে পুলিশ একটি গাড়ি থামিয়ে চেক করছিল। এ সময় ঢাকা থেকে ভাঙ্গার দিকে আসা একটি মোটরসাইকেলকেও থামার সংকেত দেওয়া হয়। ঠিক সেই মুহূর্তে পিছন থেকে আসা নড়াইলগামী একটি দ্রুতগতির বাস, নড়াইল এক্সপ্রেস, মোটরসাইকেলটিকে চাপা দিয়ে প্রায় ৫০-৬০ গজ দূর পর্যন্ত নিয়ে যায়।

বাসের চাপায় আরোহী ঘটনাস্থলেই নিহত হন। দুর্ঘটনার পর স্থানীয় জনতা বাসটিকে আটক করে এবং ক্ষুব্ধ হয়ে পুলিশের বিরুদ্ধে অব্যবস্থাপনার অভিযোগ তোলে। তারা দাবি করে, পুলিশ অনিয়মভাবে গাড়ি থামানোর কারণেই দুর্ঘটনা ঘটেছে।

শিবচর হাইওয়ে থানার সার্জেন্ট আশিকুজ্জামান মণ্ডল জানান, "বেপরোয়া বাসটি মোটরসাইকেলটিকে চাপা দিলে আরোহী নিহত হন। নড়াইল এক্সপ্রেস নামের বাসটির চালক পালিয়ে গেছে। মরদেহ থানায় আনা হয়েছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।"

ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. পলাশ জানান, "সড়ক দুর্ঘটনায় সুমন শেখ নামের একজনের মরদেহ আনা হয়েছিল। তার মাথা এবং শরীরের বিভিন্ন অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। পকেটে থাকা পরিচয়পত্রের মাধ্যমে তার পরিচয় নিশ্চিত করা হয়।"

এই মর্মান্তিক দুর্ঘটনায় এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। দুর্ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ