শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫ ।। ৫ আশ্বিন ১৪৩২ ।। ২৮ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
খেলাফত মজলিস রিয়াদ মহানগরী শাখার তরবিয়তি মজলিস দেশের ভবিষ্যৎ নিশ্চিতে সবাইকে এগিয়ে আসতে হবে: ধর্ম উপদেষ্টা তালেবান সরকারের নিষিদ্ধের তালিকায় মওদুদীর বই ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা পর্তুগালের যাত্রাবাড়ীতে এসি বিস্ফোরণে একই পরিবারের দগ্ধ ৪ দালাল ধরে গিয়েছিলেন ইরাকে, ময়লার ভাগাড়ে তিন টুকরায় মিলল লাশ দক্ষ কর্মীদের ভিসা ফি ১,৫০০ ডলার থেকে বাড়িয়ে ১ লাখ ডলার করলেন ট্রাম্প নোয়াখালীতে অটোরিকশা উল্টে প্রাণ গেল নারীর ,আহত-৪ ইসলামী ছাত্র মজলিস সিলেট মহানগর, জেলা ও শাবিপ্রবি’র সহযোগী সদস্য সমাবেশ অনুষ্ঠিত দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের সভাপতি নাসির উদ্দিন এডভোকেট এর ইন্তেকাল

দুর্গাপুরে বন্যপ্রাণী অপরাধ প্রতিরোধে মতবিনিময়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাসউদুর রহমান ফকির
দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি:

বন্যপ্রাণী পাচার রোধ, বন্যপ্রাণী রক্ষায় গণসচেতনতা বৃদ্ধি এবং পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণে নেত্রকোনার দুর্গাপুরে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকেলে দুর্গাপুর প্রেসক্লাব মিলনায়তনে বন বিভাগের স্পেশাল সেল বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের প্রতিনিধিদের সাথে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন ‘সেভ দ্য এনিমেলস অফ সুসং’-এর সদস্যদের এই সভা আয়োজিত হয়।

সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের বন্যপ্রাণী পরিদর্শক নার্গিস সুলতানা এবং আব্দুল্লাহ আস সাদিক। আরও উপস্থিত ছিলেন আন্তর্জাতিক অপরাধ তদন্ত সহায়ক প্রশিক্ষণ কর্মসূচির (ওঈওঞঅচ) পোগ্রাম কোঅর্ডিনেটর নাসির উদ্দিন এবং পোগ্রাম লিড সামিয়া সাইফ। দুর্গাপুর প্রেসক্লাবের সভাপতি তোবারক হোসেন খোকন ও সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ, সেভ দ্য এনিমেলস অফ সুসং এর সভাপতি রিফাত আহমেদ রাসেল, সহ-সভাপতি সুমন রায়, এবং সাংবাদিক আল-নোমান শান্তসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও সভায় অংশগ্রহণ করেন।

সভায় বক্তারা বন্যপ্রাণী অপরাধের প্রধান চ্যালেঞ্জ, যেমন শিকার, অবৈধ বাণিজ্য এবং বাসস্থান ধ্বংসের বিষয়গুলো নিয়ে আলোচনা করেন। তারা বন্যপ্রাণী সংরক্ষণে যুবসমাজের ভূমিকা এবং স্থানীয়ভাবে সচেতনতা বৃদ্ধির উপর গুরুত্বারোপ করেন।

‘সেভ দ্য এনিমেলস অফ সুসং’-এর স্বেচ্ছাসেবকরা তাদের গত চার বছরের কার্যক্রম তুলে ধরে জানান, তারা ৫৩টি রেসকিউ অপারেশনের মাধ্যমে ২০টি অজগর সাপ, ১৬টি লজ্জাবতী বানর, বনরুই, মায়া হরিণসহ অসংখ্য প্রাণী উদ্ধার করেছেন এবং এসব প্রাণী পুনরায় বনে অবমুক্ত করেছেন।

সভায় দুর্গাপুর ও এর পার্শ্ববর্তী এলাকায় বন্যপ্রাণী অপরাধ রোধে সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজনীয়তা উল্লেখ করে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ