শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫ ।। ৫ আশ্বিন ১৪৩২ ।। ২৮ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
যাত্রাবাড়ীতে এসি বিস্ফোরণে একই পরিবারের দগ্ধ ৪ দালাল ধরে গিয়েছিলেন ইরাকে, ময়লার ভাগাড়ে তিন টুকরায় মিলল লাশ দক্ষ কর্মীদের ভিসা ফি ১,৫০০ ডলার থেকে বাড়িয়ে ১ লাখ ডলার করলেন ট্রাম্প নোয়াখালীতে অটোরিকশা উল্টে প্রাণ গেল নারীর ,আহত-৪ ইসলামী ছাত্র মজলিস সিলেট মহানগর, জেলা ও শাবিপ্রবি’র সহযোগী সদস্য সমাবেশ অনুষ্ঠিত দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের সভাপতি নাসির উদ্দিন এডভোকেট এর ইন্তেকাল বাংলাদেশ খেলাফত মজলিস কুলঞ্জ ইউনিয়ন শাখা কমিটি গঠন সম্পন্ন ইসলামী ব্যাংকের ডিমিনিশিং মুশারাকার মাধ্যমে বাড়ি ক্রয় করা বৈধ হবে কি? শেষ হলো ইফার পক্ষকালব্যাপী সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠানমালা সুদানে মসজিদে ড্রোন হামলায় প্রাণ গেল ৭৫ জনের

জামিন নিতে গিয়ে আওয়ামী লীগের ৩ নেতা কারাগারে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলায় জামিন নিতে গিয়ে কারাগারে পাঠানো হয়েছে রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার ৩ আওয়ামী লীগ নেতাকে।

তারা হলেন- গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী মোল্লা (৪৮), দৌলতদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোসারফ হোসেন মূসা (৫১) ও গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. নুরুল ইসলাম মোল্লা (৪৫)।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেন গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল ইসলাম। বুধবার (৮ জানুয়ারি) রাজবাড়ী আদালতে আত্মসমর্পণ করে জামিন নিতে গেলে বিচারক তাদের জামিন আবেদন না মঞ্জুর করে কারাগারে প্রেরণ করেন।

তিনি জানান, গোয়ালন্দে বৈষম্য বিরোধী আন্দোলনে হামলার মামলায় এজাহার নামীয় ৩ জন আসামি বুধবার আদালতে আত্মসমর্পণ করে জামিন নিতে গেলে বিচারক তাদের জামিন আবেদন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। ওই মামলার মোহাম্মদ আলী ১৩ নম্বর, মোসারফ হোসেন মূসা ২৩ নম্বর ও মো. নুরুল ইসলাম মোল্লা ৩৪ নম্বর আসামি ছিলেন।

উল্লেখ্য, গত ৪ আগস্ট বেলা ৩টার দিকে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সংলগ্ন গোয়ালন্দ রেলগেটের পাশে মসজিদের সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীদের ওপর গুলিবর্ষণসহ বিভিন্ন অস্ত্র দিয়ে হামলা চালায় আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়।

এ ঘটনায় গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের মো. শাহজাহানের ছেলে রাজবাড়ী সরকারী টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ছাত্র শরীফুল ইসলাম বাদী হয়ে গত ১০ ডিসেম্বর ৫৯ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ৩০০/৪০০ জনকে আসামি করে গোয়ালন্দ ঘাট থানায় মামলা দায়ের করে।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ