সোমবার, ১৭ নভেম্বর ২০২৫ ।। ১ অগ্রহায়ণ ১৪৩২ ।। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
আগুন-ককটেল হামলাকারীকে গুলির নির্দেশ ডিএমপি কমিশনারের রূপসায় হাতপাখার গণসংযোগে ইসলামী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন করতে দেওয়া হবে না : নেতানিয়াহু বিশ্ব অপরিণত নবজাতক দিবস ২০২৫: জীবন রক্ষায় সচেতনতার নতুন অঙ্গীকার মাওলানা ফজলুর রহমানের সিলেট আগমন উপলক্ষে ইস্তেকবাল প্রস্তুতি চট্টগ্রামের সীতাকুণ্ডে বাস–ট্রাকের সংঘর্ষে নিহত ৪ সুষ্ঠু নির্বাচনের জন্য ইসিকে ইসলামী আন্দোলনের ১২টি প্রস্তাবনা অপরাধ কমাতে প্রয়োজন সঠিক ধর্মীয় শিক্ষা: ড. এম এ কাইয়ুম জমিয়তের সুধী সমাবেশ মঙ্গলবার, প্রধান অতিথি মাওলানা ফজলুর রহমান মারকাযু দিরাসাতিল ইকতিসাদিল ইসলামী পরিদর্শনে মুফতি তাকী উসমানীর সাহেবজাদা

রাহমানিয়া ইস্যুর দ্বন্দ্ব নিরসনে চার প্রস্তাব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

|| আদিয়াত হাসান ||

দেশের ঐতিহ্যবাহী এক দ্বীনি প্রতিষ্ঠানের নাম রাজধানী ঢাকার মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া আরাবিয়া। প্রতিষ্ঠানটি থেকে শিক্ষা সমাপন করা হাজারো আলেম দেশ ও দেশের বাইরে নানা অঙ্গনের স্বগৌরবে ইসলামের কাজ করে যাচ্ছে।

১৯৮৬ সালে যাত্রা শুরু অনন্য এই প্রতিষ্ঠানটির। কিন্তু অপ্রত্যাশিতভাবে ইলমি এই বাগানে তৈরি হয় মনমালিন্য। সেখান থেকে শুরু হয় মতপার্থক্য ও অযাচিত নানা ইস্যু। পক্ষে-বিপক্ষে নানা অভিযোগ-অনুযোগ উঠে আসে। বিষয়গুলো নিয়ে এক তিক্ত সময় পার করছিলো দেশের ধর্মপ্রাণ মানুষজন।

এবার রাহমানিয়া ইস্যুর দ্বন্দ্ব নিরসনে চার প্রস্তাব দিয়েছেন শায়খুল হাদিস আল্লামা আজিজুল হক রহ. এর সাহেবজাদা, শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস মাওলানা মামুনুল হক।

সোমবার (১৩ জানুয়ারি) শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহ. ও আব্দুল মালেক রহ. এর স্মরণে বছিলাবাসীর উদ্যোগে আয়োজিত দোয়া মাহফিলে তিনি এসব প্রস্তাব দেন।

প্রস্তাব প্রদানের সময় তিনি ‘জামিয়াতুল আবরার রাহমানিয়া’র প্রতিষ্ঠাতা মুফতী মানসুরুল হককে উস্তাদ উল্লেখ করে বলেন, আমরা এই বিষয়ে সমাদানের জন্য সদা প্রস্তুত। যেকেউ উদ্যোগ নিলে আমরা তা মেনে নেবো।

প্রস্তাব প্রদানের সময় তার পাশে বসে ছিলেন জামিয়া রাহমানিয়া আজিজিয়ার মুহতামিম ও বেফাকের মহাসচিব মাওলানা মাহফুজুল হক।

রাহমানিয়া ইস্যুর দ্বন্দ্ব নিরসনে মুফতী মানসুরুল হককে দেওয়া মাওলানা মামুনুল হকের প্রস্তাবগুলো হলো-

এক. জামিয়া রাহমানিয়া আজিজিয়া, জামিয়াতুল আবরার রাহমানিয়া, জামিয়া রাহমানিয়া সাত মসজিদ এই তিনটা মাদরাসা আমরা একসঙ্গে চালাবো। নেতৃত্বে থাকবেন আপনারা। সহযোগী হিসেবে আমরা থাকবো। মাওলানা মাহফুজুল হক নায়েবে মুহতামিম থাকবেন।

দুই. জামিয়া রাহমানিয়া আজিজিয়া আমরা চালাবো। জামিয়াতুল আবরার রাহমানিয়া আপনারা চালাবেন। জামিয়া রাহমানিয়া সাত মসজিদ মাদরাসা দু’পক্ষ মিলে চালাবো। নেতৃত্বে থাকবেন আপনারা। সহযোগী হিসেবে আমরা থাকবো।

তিন. জামিয়া রাহমানিয়া সাত মসজিদ মাদরাসা দু’পক্ষ ভাগ করে নিয়ে চালাবো সেটার ফর্মুলা হচ্ছে- হয়তো আপনারা ভবন নিয়ে ভবনের (জমিন) ৬০% বর্তমান বাজারের মূল্য দিয়ে অন্যত্রে আমাদের ভবন গড়ে দিবেন। অন্যথায় আমরা ভবন নিয়ে আপনাদের ৬০% মূল্য দিয়ে ভবন গড়ে দিবো।

চার. জামিয়া রাহমানিয়া সাত মসজিদ মাদরাসা আপনারা চালাবেন। কিন্তু প্রতিষ্ঠাতা হিসেবে শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহ. থাকবেন।

প্রস্তাবনাগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর ধর্মপ্রাণ মানুষ ও ওলামা-তলাবারা এই ইস্যুর দ্বন্দ সমাধানের আশা দেখছেন বলে অনুভব করা যাচ্ছে।

উভয়পক্ষ বিষয়গুলো নিয়ে সমাধানের জন্য এগুলো ভালো কোনো সংবাদ জাতি পেতে পারে বলেন আশা করছেন অনেকে।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ