মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫ ।। ৪ ভাদ্র ১৪৩২ ।। ২৫ সফর ১৪৪৭

শিরোনাম :
বিএনপি কি ইসলামপন্থীদের আস্থা হারাচ্ছে?  নোয়াখালীতে জিপিএ-৫ প্রাপ্ত ৩০০ শিক্ষার্থীকে সংবর্ধনা গণতন্ত্রকামী দলগুলোর মধ্যে দূরত্ব তৈরি হলে ফ্যাসিস্ট পুনর্বাসন হবে: তারেক রহমান ডাকসু নির্বাচনে প্রার্থী ৬৫৮ জন, হল সংসদে ১ হাজার ৪২৭ মাইলস্টোনের তিন শিক্ষক জাতির কাছে চিরস্মরণীয় হয়ে থাকবেন জুমার নামাজে না গেলে দুই বছরের দণ্ড হতে পারে  রাজনৈতিক ও অর্থনৈতিক মুক্তির জন্য নির্বাচন জরুরি: মির্জা ফখরুল সৌদি আরবে নতুন হজ কাউন্সেলর কামরুল ইসলাম তাওয়াফের সময় হাজরে আসওয়াদের সামনে দাঁড়িয়ে না থাকার নির্দেশ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আস সুন্নাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে ১০০০ বৃক্ষরোপণ

চাঁপাইনবাবগঞ্জের হিফজ শিক্ষকদের প্রশিক্ষণ দেবে কুরআন ফোরাম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চাঁপাইনবাবগঞ্জে হিফজ ও নাজেরা শিক্ষকদের প্রশিক্ষণ দেবে কুরআনের খেদমতে নিয়োজিত সংগঠন বাংলাদেশ কুরআন ফোরাম। সংগঠনটির রাজশাহী বিভাগের উদ্যোগে এ আয়োজন করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জের বটতলাহাট, নিমগাছি দারুল উলুম জেসামিয়া ইসলামিয়া মাদরাসায় আগামী ১৩ এপ্রিল, রবিবার থেকে ১৯ এপ্রিল, শনিবার পর্যন্ত চলবে এ প্রশিক্ষণ কোর্স।

সাপ্তাহব্যাপী এ কোর্সে প্রশিক্ষণ প্রদান করবেন, লন্ডন আল আকসা মসজিদের খতিব আন্তর্জাতিক ক্বারী শায়খ আহমাদ হাসান, হুফফাজুল কোরআন ফাউন্ডেশনের সিনিয়র প্রশিক্ষক ও জাতীয় বিচারক শয়খ মাঞ্জুর বিন মোস্তফা, শায়খ ক্বারী হারিসুল ইসলাম, হাফেজ ক্বারী মুখতার আলম, মারকাযুল কুরআন ফাউন্ডেশনের সভাপতি শায়খ হাফেজ ক্বারী জসিমুদ্দীন মক্কী, আল কোরআন ইনস্টিটিউটের চেয়ারম্যান হাফেজ ক্বারী শেখ ফরিদ বিন মোস্তফা, হাফেজক্বারী আসাদুল্লাহ উসমানী, হাফেজ খলিলুল্লাহ মাসুম, বাংলাদেশ কুরআন ফোরামের কেন্দ্রীয় হিফজ প্রশিক্ষক হাফেয ক্বারী নাজিমুদ্দীন, হাফেজ ক্বারী আনওয়ার হোসেন, হাফেজ ক্বারী সালমান আব্দুল্লাহ, হাফেজ ক্বারী আব্দুল মুমিন প্রমূখ।

এছাড়া অনলাইনে প্রশিক্ষণ প্রদান করবেন, রাবেতাতুল হুফ্ফাজ আল আলামী বাংলাদেশ এর সভাপতি শায়খ সাইয়্যেদ মাহফুজুর রহমান আল সাইয়্যেদ, আন্তর্জাতিক পুরষ্কার প্রাপ্ত কাতার ধর্মমন্ত্রণালয়ের ইমাম শায়খ হাফেজ ক্বারী সাখাওয়াত হুসাইন, আল খলিল জামে মসজিদ, সৌদি আরব এর ইমাম শায়খ হাফেজ ক্বারী মাওলানা মুঈন উদ্দিন ও বাংলাদেশ কুরআন ফোরামের চেয়ারম্যান শায়খ আবু তাহের সিদ্দিকী প্রমূখ।

কোর্সে অংশগ্রহণে আগ্রহীদের আগমী ০৮ এপ্রিলের মধ্যে প্রশিক্ষণস্থলে অথবা ০১৩১১ ৭০৩৭১২ নম্বরে যোগাযোগ করতে আহবান করা হয়েছে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ