শনিবার, ৩১ জানুয়ারি ২০২৬ ।। ১৭ মাঘ ১৪৩২ ।। ১২ শাবান ১৪৪৭


হেফাজত আমিরের দরবারে জামায়াত প্রার্থী!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের জামায়াত সমর্থিত সংসদ সদস্য প্রার্থী মুহাম্মদ নুরুল আমিন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন এবং দোয়া গ্রহণ করেছেন। 

শুক্রবার (৩০ জানুয়ারি) দুপুরে ফটিকছড়ি উপজেলার লেলাং ইউনিয়নে গণসংযোগ ও সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণের সময় এই সাক্ষাৎ হয়। এ সময় ফটিকছড়ি উপজেলা জামায়াতে ইসলামীর সিনিয়র নেতৃবৃন্দ, স্থানীয় আলেম-ওলামা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সাক্ষাতে উভয়ে পক্ষ দেশ, সমাজ ও মানুষের কল্যাণে ইতিবাচক ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন। সাক্ষাতের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ফটিকছড়ির রাজনৈতিক অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। কেউ কেউ এটি ইতিবাচকভাবে দেখলেও অনেকে বিস্ময় প্রকাশ করেছেন।

স্থানীয়রা জানাচ্ছেন, হেফাজতের আমির সাম্প্রতিক সময়ে নির্বাচনী জোট নিয়ে জামায়াতের কড়া সমালোচনা করেছিলেন। তখন তিনি স্পষ্টভাবে জানিয়েছিলেন, নির্বাচনী জোটে জামায়াতের সঙ্গে অন্যান্য ইসলামি মিলিত হওয়া তিনি প্রত্যাশা করেন না।

ফটিকছড়ি আসনের জামায়াত প্রার্থী মুহাম্মদ নুরুল আমিন বলেন, ফটিকছড়িকে আধুনিক, ন্যায়ভিত্তিক ও জনবান্ধব জনপদ হিসেবে গড়ে তুলতে তিনি সর্বস্তরের মানুষের সহযোগিতা ও দোয়া কামনা করছেন। ইসলামি মূল্যবোধ, নৈতিকতা ও মানবিকতার আলোকে সমাজ বিনির্মাণে আলেম-ওলামাদের পরামর্শ ও দিকনির্দেশনা গুরুত্বপূর্ণ।

এনএইচ/


সম্পর্কিত খবর