শুক্রবার, ৩০ জানুয়ারি ২০২৬ ।। ১৬ মাঘ ১৪৩২ ।। ১১ শাবান ১৪৪৭

শিরোনাম :
নারীদের বিশেষ দিনগুলোতে কী বিয়ে দেওয়া যাবে দিনভর ফেঞ্চুগঞ্জে মাওলানা মুসলেহ উদ্দীন রাজুর গণসংযোগ মালয়েশিয়ায় ৫৬ বাংলাদেশিসহ ২১৮ অবৈধ অভিবাসী আটক মহিলা সমাবেশ ডেকেও স্থগিত করল জামায়াত মসজিদে নববীতে আগতদের সেবা বাড়াতে নতুন উদ্যোগ বন্দি বিনিময়ের শেষ ধাপে ১৫ ফিলিস্তিনির মরদেহ হস্তান্তর করল ইসরায়েল পর্দাহীন নারীদের সঙ্গে জামায়াত আমিরের সেলফি নিয়ে পীর সাহেব চরমোনাইয়ের সমালোচনা ‘আমরা বিদায় নিতে প্রস্তুত, অনেক উপদেষ্টা কূটনৈতিক পাসপোর্ট জমা দিয়েছেন’ শেরপুরে সংঘর্ষে নিহতের ঘটনায় ইউএনও–ওসি প্রত্যাহার এআই ব্যবহৃত কোরআনের ব্যাখ্যা অগ্রহণযোগ্য, মিশরের গ্র্যান্ড মুফতি

পর্দাহীন নারীদের সঙ্গে জামায়াত আমিরের সেলফি নিয়ে পীর সাহেব চরমোনাইয়ের সমালোচনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান পর্দাহীন নারীদের সঙ্গে সেলফি তুলেছেন অভিযোগ করে এর সমালোচনা করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ রেজাউল করীম।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুরে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় আয়োজিত এক নির্বাচনী জনসভায় তিনি এ অভিযোগ করেন।

মুফতি সৈয়দ রেজাউল করীম বলেন, আমরা কখনোই বলিনি ছেলে-মেয়েরা আলাদা হয়ে সভায় আসবেন। কিন্তু একজন বয়োজ্যেষ্ঠ ব্যক্তি ও ইসলামী একটি দলের আমীর হয়ে পর্দাহীন নারীদের পাশে বসে সেলফি তোলা ইসলামী আন্দোলনের নীতি অনুযায়ী সঠিক নয়।
ইসলামী আন্দোলনের আমির বলেন, ৫ আগস্টের ঘটনার পর দেশে চলমান অরাজক পরিস্থিতিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ সংখ্যালঘু সম্প্রদায়ের জানমাল ও ইজ্জত রক্ষায় পাহারাদারের ভূমিকা পালন করেছে। কোভিড-১৯ মহামারির সময় জীবনের ঝুঁকি নিয়ে করোনা আক্রান্তদের জানাজা ও দাফনের ব্যবস্থা করেছি। সাধারণ মানুষের দুঃসময়ে আমরা সব সময় পাশে থেকেছি।

সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেন, আমেরিকার দূতাবাসে বসে বাংলাদেশে জঙ্গি আছে—এটা প্রমাণ করার জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশকে জঙ্গিবাদী হিসেবে উপস্থাপন করা হয়েছে। আমরা এর তীব্র নিন্দা ও ধিক্কার জানাই। ইসলামী আন্দোলন প্রতিষ্ঠার প্রায় ৩৮ বছরে কেউ কি আমাদের জঙ্গিবাদী কর্মকাণ্ড দেখেছে?

পীর সাহেব চরমোনাই বলেন, বিরানব্বই ভাগ মুসলমানের দেশে আজ ইসলাম পরাজিত। জামায়াতে ইসলাম রাষ্ট্রীয় পর্যায়ে ইসলামী আদর্শ বাস্তবায়ন করতে চায় না। তারা আগের নিয়মেই দেশ পরিচালনা করতে চায়, তাদের সঙ্গে থাকার কোনো অর্থ নেই।
তিনি বলেন, ইসলামকে ক্ষমতায় আনা ও দেশকে সুন্দর করার লক্ষ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ এককভাবে নির্বাচনে অংশ নিয়েছে। আমাদের কোনো ভয় নেই, কারণ আল্লাহ আমাদের সঙ্গে আছেন।

এ জনসভায় উপস্থিত ছিলেন- লালমনিরহাট-১ (হাতীবান্ধা-পাটগ্রাম) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের প্রার্থী ফজলুল করিম শাহরিয়ারসহ দলের স্থানীয় নেতৃবৃন্দ।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ