ভোলার শহরের ঐতিহ্যবাহী বাংলা স্কুল মাঠে সোমবার (২৬ জানুয়ারি) এক বিশাল মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা-১ (সদর) আসনের প্রার্থী মাওলানা ওবায়েদুর রহমানের সমর্থনে এই সমাবেশের আয়োজন করা হয়।
দুপুর ২টায় অনুষ্ঠিত এই সমাবেশে ভোলা সদরের বিভিন্ন ইউনিয়ন থেকে কয়েক হাজার সাধারণ নারী ও দলীয় নারী নেত্রীবৃন্দ অংশগ্রহণ করেন। দুপুর হওয়ার আগেই মিছিল ও ছোট ছোট দল নিয়ে নারীরা মাঠ কানায় কানায় পূর্ণ করে তোলেন।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মাওলানা ওবায়েদুর রহমান নারীদের নিরাপত্তা ও সামাজিক মর্যাদা নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি দেন। তিনি বলেন, আমরা যদি ক্ষমতায় আসতে পারি, তবে মা-বোনরা ঘর থেকে বের হলে কোনো 'শকুন' তাদের দিকে তাকানোর সাহস পাবে না। নারীদের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করা হবে।
তিনি বলেন, মেয়েদের স্কুল, কলেজ বা মাদ্রাসায় পাঠিয়ে মা-বাবাকে আর দুশ্চিন্তায় থাকতে হবে না। ইভটিজিংমুক্ত ও নিরাপদ শিক্ষার পরিবেশ আমরা গড়ে তুলব। আমি এমপি নির্বাচিত হলে বিধবা ভাতা ও মাতৃকালীন ভাতাসহ সব ধরনের সরকারি সুবিধা কোনো টাকা ছাড়াই (ঘুষমুক্ত)