শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫ ।। ৩ পৌষ ১৪৩২ ।। ২৮ জমাদিউস সানি ১৪৪৭


হারাম টাকার চেয়ে, খেটে খাওয়া মানুষের ওপর ভর করেই আগামী নির্বাচন করবো: হাসনাত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হারাম টাকা দিয়ে নির্বাচন করার থেকে খেটে খাওয়া মানুষের ওপর নির্ভর করেই আমি আগামী নির্বাচন করবেন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী হাসনাত আবদুল্লাহ।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) আধিপত্যবাদবিরোধী পদযাত্রার অংশ হিসেবে কুমিল্লার দেবিদ্বার উপজেলার এলাহাবাদ ইউনিয়নের পিরোজপুর বাজারে এক পথসভায় তিনি এ মন্তব্য করেন।

হাসনাত আবদুল্লাহ বলেন, ‘আগামী নির্বাচন আমাদের মুক্তির নির্বাচন, অর্থনৈতিক স্বাধীনতার নির্বাচন। এটি টেন্ডারবাজদের কবল থেকে বেরিয়ে আসার নির্বাচন।

ঠিকাদারনির্ভর রাজনীতির সমালোচনা করে তিনি বলেন, নির্বাচনের সময় যদি কন্ট্রাকটারদের অর্থের ওপর নির্ভর করা হয়, তাহলে নির্বাচনের পর তাদের অন্যায় দাবির বিরুদ্ধেও কথা বলা সম্ভব হবে না।

হাসনাত উদাহরণ দিয়ে বলেন, ‘এক ঠিকাদার নির্বাচনের আগে ৫০ লাখ টাকা দিলে, সে নির্বাচনের পরে রাস্তার কাজ থেকে ১ কোটি খাইবো—তখন আমি কি তারে কিছু বলতে পারবো?’

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ