শনিবার, ২৫ অক্টোবর ২০২৫ ।। ৮ কার্তিক ১৪৩২ ।। ৩ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
চান্দিনায় কওমি মাদ্রাসা সংগঠনের উদ্যোগে আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন পিআর পদ্ধতি ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় : মাওলানা বোরহান উদ্দিন   বিশ্বের ৪৫০ প্রভাবশালী ইহুদির ইসরায়েলের ওপর জাতিসংঘের নিষেধাজ্ঞার আহ্বান মহেশখালীতে মহানবী (সাঃ)-কে অবমাননার অভিযোগে উত্তম কুমার গ্রেফতার ইসকন নিষিদ্ধের দাবিতে সাভারে ইত্তিহাদুল উলামার বিক্ষোভ বিদ্যুৎস্পৃষ্টে হয়ে ছেলের সাথে প্রাণ গেলো বাবার ইসকন নিষিদ্ধসহ সাত দফা দাবীতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন ফরিদপুরের ভাঙ্গায় ট্রাকের ধাক্কায় নিহত ২, আহত ১০ বিভাগীয় শহরে জামায়াতসহ ৮ দলের বিক্ষোভ শনিবার ইসকন বাংলাদেশের জন্য অশনিসংকেত: ছাত্র জমিয়ত বাংলাদেশ

টঙ্গী থেকে গুম হওয়া ইমামের বক্তব্যে উদ্বেগজনক কথা উঠে এসেছে - খেলাফত মজলিস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

গাজীপুরের টঙ্গী পূর্ব থানার বিটিসিএল কলোনি জামে মসজিদের ইমাম মুফতি মহিবুল্লাহ মিয়াজীকে (৬০) গুম করার প্রতিবাদ জানিয়েছে খেলাফত মজলিস। আজ এক যুক্ত বিবৃতিতে খেলাফত মজলিস আমির মাওলানা আব্দুল বাছিত আজাদ ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেন, ইমাম মুফতি মহিবুল্লাহ মিয়াজীকে (৬০) গুম করার একদিন পর আজ পঞ্চগড়ে উদ্ধার করা হয়। অচেতন ও হাত-পা শিকল পরিহিত অবস্থায় উদ্ধার হওয়া ইমামের বক্তব্যের মধ্যে তার অপহরণকারীদের বিরুদ্ধে যে কথাগুলো এসেছে তা গভীর উদ্বেগজনক।

ইমামের বক্তব্য অনুযায়ী অপহরণকারীদের মুখের ভাষায় বাংলাদেশের শুদ্ধ অথবা কোন আঞ্চলিক উচ্চারণ শৈলী ছিল না। অপহরণের আগে বিগত ১১ মাস ধরে তাকে বেনামি চিঠি দিয়ে হুমকি দেওয়া হচ্ছিল। এসব চিঠিতে অখণ্ড ভারত ও ইসকনের পক্ষে কথা বলতে বলা হয়। বাংলাদেশের ধর্মভিত্তিক ও দেশপ্রেমিক দলগুলোর বিরুদ্ধেও কথা বলতে বলা হয়। সর্বশেষ গত ২১ অক্টোবরের চিঠিতে তাকে কোরআন,ইসলাম,আল্লাহ শব্দ বলতে নিষেধ করা সহ বিভিন্ন বিষয়ে কথা বলা হয় বলে দাবি করেন তিনি।

ইমামের বক্তব্য থেকে স্পষ্ট যে,একটি সুসংঘবদ্ধ অপশক্তি বাংলাদেশের সার্বভৌমত্ব ও দেশপ্রেমিক ইসলামী শক্তির বিরুদ্ধে গভীর যড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। যারা নিরীহ হিন্দু সম্প্রদায়কে ঢাল বানিয়ে বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টায় লিপ্ত। কয়েকদিন আগে গাজীপুরে ১৩ বছরের এক মাদ্রাসা ছাত্রীকে কয়েকজন হিন্দু যুবক মিলে ধর্ষণ করে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে একটি প্রভাবশালী মহলের চাপে অধিকতর তদন্তের পূর্বেই পুলিশ প্রশাসন থেকে উক্ত ঘটনাকে প্রেমঘটিত ব্যাপার বলে স্বাভাবিকরণ করে ফেলা হয়।

গত বছর এই উগ্রবাদীদের হাতে চট্টগ্রামে একজন মুসলিম আইনজীবি হত্যাকাণ্ডের শিকার হন। দেশের বিভিন্ন স্থানে তাদের অর্থ ও পেশীশক্তির দাপটে অনেক মানুষ ধর্মীয় কাজ ও সহায়-সম্পত্তি রক্ষায় হয়রানির শিকার হচ্ছেন। আমরা প্রশাসনকে অপশক্তির অপতৎপরতার বিরুদ্ধে আরো সোচ্চার হওয়ার আহ্বান জানাচ্ছি। উগ্রবাদী সংগঠন ইসকনকে নিষিদ্ধের দাবি জানাচ্ছি। আবিলম্বে ইমাম মহিবুল্লাহ মিয়াজীর গুমকারী চক্রকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার দাবি জানাচ্ছি।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ