সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫ ।। ১৪ আশ্বিন ১৪৩২ ।। ৭ রবিউস সানি ১৪৪৭


জামায়াত কি ইসলাম থেকে দূরে সরে যাচ্ছে?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বিশেষ প্রতিনিধি

দেশের বর্তমান রাজনীতিতে আলোচিত দল জামায়াতে ইসলামী আদৌ ইসলামি দল কি না এটা নিয়ে বিতর্ক বহু পুরনো। কেউ কেউ আদতেই এটাকে ‘ইসলামি দল’ মনে করেন না। দলটির প্রতিষ্ঠাতা সৈয়দ আবুল আলা মওদুদির মতাদর্শ নিয়ে প্রচণ্ড মতবিরোধ থাকায় আলেমদের একটি বড় অংশ বরাবরই দলটির বিরোধিতা করে এসেছেন। বর্তমানে যখন জামায়াতে ইসলামীর উত্থান যুগ তখনও আলেমদের মধ্যে কেউ কেউ দলটির বিরুদ্ধে প্রকাশ্যে মুখ খুলছেন।

তবে জামায়াত বরাবরই নিজেদেরকে ইসলামি দলই হিসেবেই পরিচয় দিয়ে এসেছে। আল্লাহর জমিনে আল্লাহর দীন প্রতিষ্ঠা এবং সৎ লোকের শাসন কায়েমের স্লোগান দিয়েই দলটি এই পর্যায়ে এসেছে। তবে বর্তমান রাজনীতিতে বেশ চাঙ্গা ও ফুরফুরে অবস্থায় থাকা দলটি সেই নীতি ও আদর্শে বহাল আছে কি না সেটা নিয়ে দেখা দিয়েছে প্রশ্ন। দলটির সাম্প্রতিক অনেক কর্মকাণ্ড তার অতীত নীতি ও আদর্শের সঙ্গে সাংঘর্ষিক হিসেবে চিহ্নিত হয়েছে। এমনকি দলটি তার প্রতিষ্ঠাতার কট্টর ইসলামপন্থার ওপর অবিচল আছে কি না সেটা নিয়েও দেখা দিয়েছে সংশয়।

সবশেষ জামায়াতে ইসলামীর লোগো পরিবর্তন নিয়ে দেখা দিয়েছে বিতর্ক। জামায়াতের লোগোতে এতোদিন দেখা যেত আরবি ভাষায় ‘আল্লাহ’ শব্দের আকৃতির ওপর দলীয় প্রতীক দাঁড়িপাল্লা। নিচে আরবি ভাষায় লেখা ‘আকিমুদ্দিন’ অর্থাৎ দীন প্রতিষ্ঠা করো। কিন্তু প্রকাশ্যে আসা নতুন লোগোতে এসব নেই। সেখানে জায়গা করে নিয়েছে কলমের নতুন প্রতীক। সঙ্গে দাঁড়িপাল্লা। ফলে অনেকে প্রশ্ন করছেন, জামায়াতে ইসলামি কি আস্তে আস্তে ইসলাম থেকে দূরে সরে যাচ্ছে? ইসলামপন্থাকে কি দলটি ক্ষমতার কাছাকাছি যাওয়ার ক্ষেত্রে প্রতিবন্ধকতা মনে করছে?

টানা প্রায় ১৫ বছর কোণঠাসা থাকা জামায়াতে ইসলামী অনেকটা নতুন জীবন পেয়েছে গত বছরের ৫ আগস্টের পর। ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর সারাদেশে জামায়াতের রাজনীতির উত্থান ঘটেছে। সবশেষ ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনে জামায়াতের ছাত্র সংগঠন ছাত্রশিবিরের অভূতপূর্ব জয়ে দেশবাসীর সামনে দলটি নতুন সম্ভাবনা হিসেবে আবির্ভূত হয়েছে। অনেকের ধারণা, আওয়ামী লীগবিহীন বাংলাদেশে বিএনপির পর প্রধান রাজনৈতিক শক্তি এখন জামায়াত। এমনকি দলটির কোনো কোনো নেতা দাবি করছেন, আগামী নির্বাচনে তারা ক্ষমতায় যাবেন এবং বিএনপি বিরোধী দল হবে।

বাংলাদেশের রাজনীতিতে এর চেয়ে সুবিধাজনক সময় হয়ত জামায়াতে ইসলামীর অতীতে যায়নি। ক্ষমতার কাছাকাছি যাওয়ার আভাস পেয়েই দলটি তার পুরনো চরিত্র যেন পাল্টাতে শুরু করেছে। যে ইসলামের ওপর দলটি এতদিন ধরে রাজনীতি করে এসেছে, এখন সেই ইসলামকেই যেন তারা এক সাইটে ফেলে দিচ্ছে। দলটির শীর্ষ নেতাদের সাম্প্রতিক কিছু বক্তব্যে সেটা অনেকে টের পাচ্ছেন। বিশেষ করে দলটির সঙ্গে পশ্চিমা বিশ্বের যোগাযোগ আগের তুলনায় কয়েক গুণ বেড়ে গেছে। জামায়াতের সঙ্গে পশ্চিমা কূটনীতিকদের একের পর এক বৈঠক সেই সন্দেহকে আরও জোরালো করে তুলছে।

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, জামায়াতে ইসলামী পশ্চিমা বিশ্বকে আশ্বস্ত করতে চাচ্ছে যে, তারা ক্ষমতায় গেলে কিংবা ক্ষমতার কাছাকাছি গেলে ইসলামের কোনো কঠোরতা তারা অবলম্বন করবেন না। দলটির আলোচিত নেতা এবং নায়েবে আমির ডা. আব্দুল্লাহ মুহাম্মদ তাহের স্পষ্ট করে বলেছেন, তারা ক্ষমতায় গেলে শরিয়া আইন বাস্তবায়ন করবেন না। প্রচলিত আইনেই দেশ চালাবেন। ভারতসহ পশ্চিমা বিশ্বকে আশ্বস্ত করতে দলটির নেতারা এ ধরনের নানা কথাবার্তা বলছেন।

৫ আগস্টের পর জামায়াতে ইসলামী নজিরবিহীনভাবে সংখ্যালঘু উইং খুলেছে। হিন্দু সম্প্রদায়ের লোকদেরও জামায়াতে যুক্ত করা হচ্ছে। দুর্গাপূজা উপলক্ষে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান শুভেচ্ছা জানিয়েছেন। এটা নিয়েও অনেকে সমালোচনা করছেন। কেউ কেউ বলছেন, ক্ষমতার স্বাদ পেতে জামায়াত ইসলাম ইস্যুতে যতটা ছাড় দেওয়ার প্রয়োজন সেটা দেবে। ইসলামি নয়, নিছক একটি মুসলিম দল হিসেবে তারা ক্ষমতায় যাওয়ার সুযোগ পেলেও সেটা নেবে।

সূত্র জানায়, জামায়াতে ইসলামীতে একটা সময় নেতৃত্বের আসনে থাকতেন আলেমরা। দলটির মধ্যে একটি অঘোষিত নিয়ম ছিল, আমির অথবা সেক্রেটারি জেনারেল কেউ মাদরাসাপড়ুয়া আলেম থাকতে হবে। কিন্তু বর্তমান যারা জামায়াত পরিচালনা করছেন তাদের বড় অংশেরই আলেম নন, সাধারণ শিক্ষিত। আর যারা আলেম আছেন তারাও অনেকটা কোণঠাসা। ফলে দলটিতে ইসলাম এখন অনেকটা গৌণ হয়ে গেছে। এটা নিয়ে জামায়াতের ভেতরেও এক ধরনের উদ্বেগ রয়েছে। যারা ইসলামের প্রশ্নে কট্টর তারা অতীতের নীতি ও আদর্শ থেকে জামায়াতের সরে যাওয়াকে পছন্দ করছেন না। তারা বলছেন, দল হিসেবে জামায়াতের কাছে ‘ইসলাম’ গৌণ হয়ে গেলে বিএনপির সঙ্গে দলটির আর কী পার্থক্য থাকবে। তখন জামায়াত না করে ডানপন্থী দল হিসেবে বিএনপি করাই ভালো হবে।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ