মো. সাখাওয়াত হোসেন,ফরিদপুর জেলা প্রতিনিধি:
ফরিদপুরের ভাঙ্গায় পৃথক তিন দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছেন।
রোববার (২৮ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন,
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুবরণ করেন, মো. জুবায়ের শেখ (১৫) ও সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয় তন্ময় কুমার সিকদার (২১) এবং ভ্যান চুরি করাকে কেন্দ্র করে জাকু মাতুব্বর (৫০) নামে একজনের মৃত্যু হয়।
নিহত জুবায়ের ভাঙ্গা উপজেলার চুমুরদী ইউনিয়নের পূর্ব সদরদী গ্রামের মাজেদ শেখের ছেলে। পরিবার জানায়, বাড়ির পানির মোটরের লাইন মেরামতের সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয় সে। গুরুতর অবস্থায় তাকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার তানসিফ জুবায়ের সাংবাদিকদের বলেন, হাসপাতালে আনার আগেই কিশোরটির মৃত্যু হয়েছিল।
অন্যদিকে, একই সময়ে ভাঙ্গা-ঢাকা এক্সপ্রেসওয়ের সার্ভিস লেনের হাসামদিয়া এলাকায় মোটরসাইকেল ও নসিমনের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হন তন্ময় কুমার সিকদার। স্থানীয়রা তাকে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত তন্ময় ভাঙ্গার কাউলীবেড়া ইউনিয়নের মাইঝাইল গ্রামের তাপস শিকদারের ছেলে।
এ বিষয়ে ভাঙ্গা হাইওয়ে থানার ওসি রোকিবুজ্জামান বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান তিনি।
অপরদিকে উপজেলার আলগী ইউনিয়নের সোনাখোলা গ্রামে ভ্যান চুরি করাকে কেন্দ্র করে মীমাংসার উদ্দেশ্যে সালিশি বৈঠক বসে এতে কথা কাটাকাটির একপর্যায় ওই গ্রামের দুই পক্ষের মধ্যে গতকাল রাতে সংঘর্ষের সৃষ্টি হয়। এতে মাতুব্বর পক্ষের একজন জাকু মাতুব্বর (৫০)নামে একজনের মৃত্যু হয়। দুই পক্ষের আহত হয় কমপক্ষে ৫০ জন। অপরদিকে শাজাহান খান পক্ষের ১০ থেকে ১৫ টি বাড়িতে লুটপাট এবং ভাঙচুরের ঘটনা ঘটেছে বলে জানান স্থানীয়রা।
এবিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মাহমুদ মিয়া জানান, সন্ধ্যার সাড়ে ৭টার পর থেকে সোনাখোলা গ্রাম থেকে সংঘর্ষের রোগী আসা শুরু হয়। এতে মৃত অবস্থায় ১ জন ও আহত অবস্থায় অনেককে হাসপাতালে আনা হয়। এদের মধ্যে ১৩ জন হাসপাতালে ভর্তি হয়। এছাড়া গুরুতর আহত দুইজনকে ফরিদপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার্ড করা হয়।
তিনি আরও জানান, নিহত ব্যক্তির শরীরে প্রাথমিকভাবে কোনো ক্ষত বা আঘাতের চিহ্ন পাইনি।
এ বিষয়ে ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশরাফ হোসেন জানান, দুই পক্ষের সংঘর্ষে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তার মরদেহ উদ্ধারের পর রাতেই ময়নাতদন্তের জন্য ফরিদপুর মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
আরএইচ/