সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫ ।। ১৪ আশ্বিন ১৪৩২ ।। ৭ রবিউস সানি ১৪৪৭


দুর্গাপূজায় অনাকাঙ্ক্ষিত ঘটনা রোধে সজাগ থাকতে হবে: খেলাফত মজলিস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আগামী ৪ অক্টোবর, শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে অনুষ্ঠিতব্য খেলাফত মজলিসের মতবিনিময় সভার প্রস্তুতি পর্যালোচনা করা হয়েছে। মতবিনিময় সভা সফল করতে সারাদেশের সংসদীয় আসনে খেলাফত মজলিস মনোনীত সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থীসহ সংশ্লিষ্ট সকলকে প্রদত্ত নির্দেশনার আলোকে যথাসময়ে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়। খেলাফত মজলিসের রাজনৈতিক কমিটির এক বৈঠকে উক্ত আহ্বান জানানো হয়।

গতকাল রোববার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় পুরানা পল্টনস্থ মজলিস মিলনায়তনে রাজনৈতিক কমিটির আহ্বায়ক মহাসচিব ড. আহমদ আবদুল কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নায়েবে আমির মাওলানা আহমদ আলী কাসেমী, অধ্যাপক আব্দুল্লাহ ফরিদ, যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসাইন, মুহাম্মদ মুনতাসির আলী, ড. মোস্তাফিজুর রহমান ফয়সাল, অধ্যাপক মো. আব্দুল জলিল, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মো. মিজানুর রহমান, অধ্যাপক কাজী মিনহাজুল আলম, বায়তুলমাল সম্পাদক আলহাজ্ব আবু সালেহীন এবং সমাজকল্যাণ সম্পাদক আমিনুর রহমান ফিরোজ।

বৈঠকে বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের বৃহৎ ধর্মীয় উৎসব দুর্গাপূজাকে সামনে রেখে পরাজিত ফ্যাসিবাদী শক্তি বা তার দোসররা কোন রকমের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটাতে পারে সে জন্য সবাইকে সাবধান ও সচেতন থাকার আহ্বান জানানো হয়। বাংলাদেশ ঐতিহ্যগতভাবেই সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। আবহমানকাল ধরে এদেশে সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের সাথে সংখ্যালঘু হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান সহ ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ পারস্পরিক শ্রদ্ধা ও সম্প্রীতি সহকারে  বসবাস করে আসছে। কিন্তু বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমর্যাদা ক্ষুন্ন করার হীন উদ্দেশ্যে চক্রান্তকারীরা পরিকল্পিতভাবে অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। ইতিমধ্যে পার্বত্য চট্টগ্রামে অস্থিতিশীলতা সৃষ্টি করা হয়েছে। এসব ষড়যন্ত্রকারীদের হীন উদ্দেশ্য কোনোভাবেই সফল হতে দেয়া যাবে না। যে কোন অপ্রীতিকর ঘটনা ষড়যন্ত্রকারীরা যাতে ঘটাতে না পারে সেজন্য প্রশাসন, রাজনৈতিক নেতাকর্মীসহ সংশ্লিষ্ট সকলকে সতর্ক ভূমিকা পালন করতে হবে।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ